নিজস্ব প্রতিনিধি , কলকাতা - একশো দিনের টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। সেই বকেয়া আদায়ের দাবিতে রাজভবনের কাছেই ধর্নায় বসেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের নেতানেত্রীরা। আর এর মধ্যে নাকি এ বার নিজেদের চাকরি বুঝে নিতে রাজভবনের দক্ষিণ গেটে ধর্নায় বসতে চান টেট প্রার্থীরা। এক্স হ্যান্ডলে এক পোস্টের মাধ্যমে এমনটাই জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
দীর্ঘদিন ধরে চাকরির দাবিতে পথে নেমেছে টেট প্রার্থীরা। কিন্তু তাতেও কোনো সুরাহা হয়নি। তাই এবার রাজভবনের সামনে ধর্নায় বসতে চান এই চাকরিপ্রার্থীরা। ইতিমধ্যেই ধর্নার অনুমতি চাইতে জয়েন্ট কমিশনারকে চিঠি দিয়েছেন তারা। রবিবার রাতে লালবাজারে কলকাতা পুলিশের রাছে আবেদন চিঠি এসে পৌঁছেছে। টেটের চাকরিপ্রার্থীদের চারটি মঞ্চ সেই চিঠিতে রাজভবনের সামনে অবস্থান বিক্ষোভের অনুমতি চেয়েছে।
চিঠিতে গ্রুপ সি চাকরি প্রার্থীদের আবেদন, ''আমরা বিকাশ ভবন, নবান্ন এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের সঙ্গে যোগাযোগের বহু চেষ্টা করেছি। কিন্তু সেই সব চেষ্টা ফলপ্রসূ হয়নি। তাই এ বার রাজভবনের দক্ষিণের গেটের সামনে শান্তিপূর্ণ অবস্থান করতে চাই।'' আর এদিন এই কথায় সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে প্রকাশ্যে আনলেন শুভেন্দু অধিকারী।
এদিন বিরোধী দলনেতা তার এক্স হ্যান্ডলে চিঠির ছবি পোস্ট করে লিখেছেন, '২০১৭-র গ্রুপ ডি চাকরিপ্রার্থীরাও রাজভবনের সামনে ধর্নায় বসতে চান। রাজভবনের দক্ষিণ গেটের বাইরে ধর্নায় বসতে চান তাঁরা'। অনুমতির জন্য জয়েন্ট কমিশনারকে চিঠি দিয়েছেন তারা।