থানার লকআপে খুন তৃণমূল কর্মী , বিচার চেয়ে হুগলী জেলা সেশান আদালতে হাজির স্ত্রী

সেপ্টেম্বর ২৪, ২০২২ দুপুর ০৪:৩৫ IST
632e97cdb68cf_IMG-20220923-WA0080

নিজস্ব প্রতিনিধি , হুগলী - ধনিয়াখালী থানার লকআপে ২০১৩ সালের ১৯ জানুয়ারী তৃনমূল কর্মী কাজি নাসিরুদ্দিনকে পিটিয়ে মারা হয়েছিল বলে অভিযোগ। এবার সেই ঘটনার খুনিদের বিচার চেয়ে এদিন হুগলী জেলা সেশন আদালতে হাজির হলেন কাজি নাসিরুদ্দিনের স্ত্রী। যদি এখানে বিচার না পান তাহলে হাইকোর্টে যাওয়ারও হুমকী দেন তিনি।

বিজ্ঞাপন

যেহেতু পুলিশের বিরুদ্ধে অভিযোগ , তাই প্রথম থেকেই পুলিশি তদন্তে আস্থা ছিল না নাসিরুদ্দিনের স্ত্রীর। তাই তিনি তখন আদালতে আবেদন করেন সিবিআই তদন্তের। সিবিআই এই ঘটনার তদন্ত করে। কিন্তু সেই তদন্ত নিয়েই প্রশ্ন তোলে হাইকোর্ট।

কারণ সিবিআই নিম্ন আদালতে যে চার্জশিট জমা দেয় , তাতে সবকটি ধারাই ছিল জামিন যোগ্য। তারপর এর বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন নাসিরুদ্দিনের স্ত্রী মানুজা বিবি।হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ হুগলী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেন ধারা ৩০৪ এর পার্ট ২ যুক্ত করার। এবং সেটা হবে হুগলী জেলা সেশান আদালতে।

তাই আজ কাজি নাসিরুদ্দিনের স্ত্রী মানুজা বিবির আইনজীবী প্রতীম সিংহরায় আদালতে পিটিশান ফাইল করেন। অভিযুক্তদের হেফাজতে নিয়ে তবে সেশান বিচারকের কাছে পাঠানো হোক , এমন দাবি নিয়ে সরব হয় আইনজীবী। 

অভিযুক্তদের হেফাজতে নিয়ে মামলার ট্রায়াল শুরুর আবেদন করেন আইনজীবী প্রতীম সিংহ রায়। যদিও আজ অভিযুক্তদের মধ্যে তিনজন অনুপস্থিত থাকায় এবং সিবিআই আইনজীবী না আসায় শুনানি হয়নি।

এদিন কাজি নাসিরুদ্দিনের স্ত্রী মানুজা বিবি জানিয়েছেন , ‘পুলিশে আস্থা ছিল না। কারন যে সাতজনের বিরুদ্ধে লকআপে পিটিয়ে মারার অভিযোগ ছিল তারা পুলিশ কর্মী। তাই তদন্ত প্রভাবিত হবে ভেবেই সিবিআই তদন্ত চেয়েছিলাম। কিন্তু সিবিআই চার্জশিট দিল জামিন যোগ্য ধারায়। তার বিরুদ্ধে হাইকোর্টে যাই। হাইকোর্টের বিচারক নির্দেশ দেন নতুন ধারা যুক্ত করার। আমরা আবদেন করেছি অভিযুক্তদের হেফাজতে নিয়ে সেশান আলাদতে পেশ করা হোক। তারপর চার্জ গঠন করা হোক।এটা যদি না হয় তাহলে আবার হাইকোর্টে যাব’।

মানুজার বাবা সেখ আব্দুল আলি জানিয়েছেন , ‘অনেক ভয় প্রলোভন দেখানো হয়েছে। কিন্তু আমরা কোনো কিছুতেই রাজি হয়নি। আমরা শুধু এই ঘটনার বিচার চেয়েছি। এই ঘটনায় অনেক প্রভাবশালীরা আছে , সবার যেনো বিচার হয়’।

ভিডিয়ো

Kitchen accessories online