স্থানীয় রুটে টোটোর উপর নিষেধাজ্ঞা , প্রতিবাদে উত্তাল বারুইপুর

অক্টোবর ০১, ২০২৩ রাত ১১:৪২ IST
651994ad3ef70_20231001_211455

নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - চলতি মাসের শুরুতেই রাজ্য জুড়ে অবৈধ টোটো নিষিদ্ধ করেছে রাজ্য সড়কে। এরপর থেকেই একাধিক রুটে আস্তে আস্তে বন্ধ করা হচ্ছে টোটো। বজবজের পর এবার নতুন করে দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর স্থানীয় সড়কে টোটো বন্ধের নির্দেশ জারি করলো প্রশাসন। এদিন এই নির্দেশ আসার পরেই বারুইপুরে বিক্ষোভে ফেটে পড়েন টোটোচালকরা। বিক্ষোভ ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়।

সূত্রের খবর , বারুইপুর এলাকায় প্রায় ২০০০ হাজার টোটো আছে। এই লাগামহীন টোটো চলাচলের কারণে দুর্ভোগে পড়তে হয় সাধারন মানুষকে। মানুষের সেই অসুবিধে রুখতে আগামী ৯ ই অক্টোবর থেকে বারুইপুরের যুগীবটতলা থেকে ফুলতলা পর্যন্ত স্থানীয় সড়কে টোটো বন্ধের নির্দেশ আসে প্রশাসনের তরফ থেকে। কিন্তু সেই নির্দেশ মানতে নারাজ টোটোচালকরা। এই নির্দেশের প্রতিবাদে এদিন বারুইপুরের সমস্ত টোটোচালক মিলে তীব্র বিক্ষোভ দেখান।

এপ্রসঙ্গে বিক্ষোভ কারীদের দাবি , সামনে পুজো টোটো বন্ধ করে দিলে আমরা কীভাবে সংসার চালাবো। যাদের দরকার নেই তারাও রাস্তায় টোটো চালাচ্ছে। ইউনিয়ন থেকে টাকা নেওয়া হয়েছে লোগো দেওয়ার জন্য সেটাও আমাদের এখনো দেওয়া হয়নি। যারা বে-আইনিভাবে টোটো কিনে রাস্তায় চালাচ্ছে প্রশাসন তাদেরকে বরখাস্ত করুক। আমরা গরিব মানুষ। ধার-দেনা করে টোটো কিনে চালাচ্ছি। যদি বন্ধই করতে হয় আমাদের বিকল্প ব্যবস্থা করুক প্রশাসন।

ভিডিয়ো

Kitchen accessories online