নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ- দিল্লির বঙ্গভবন থেকে তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলেকে গ্রেফতার করেছিল গুজরাত পুলিশ। গত মাসের এই ঘটনা নিয়ে সোমবার মুর্শিদাবাদের সাগরদিঘিতে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন গুজরাত পুলিশকে তোপ দাগলেন তিনি।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, 'আমাদের একজন সমাজকর্মী, তাকে বঙ্গভবন থেকে বেআইনিভাবে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে। আমি আমার মুখ্যসচিবকে বলব, বঙ্গভবন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের প্রপার্টি। কেউ অনুমতি ছাড়া গেলে আমাদেরও আইনত ব্যবস্থা নিতে হবে। আইন আইনের পথে চলবে। গুজরাতের যেমন গুজরাত আছে, সুরাতও আছে। সুরাত বলতে আমরা সৌন্দর্য বুঝি। আমরা অত্যাচার বুঝি না।'
তিনি আরও জানিয়েছেন,'চালাকি চলছে। তুমি আমাকে বলতে পারো, তোমার বাড়িতে এসে আমি বাসনপত্র দেখব। তুমি আবেদন করতেই পার। কিন্তু আমি তাতে অনুমতি দিলাম না। গত পরশু রাতে বেআইনিভাবে গুজরাত পুলিশ গুজরাত থেকে এসে দিল্লি পুলিশকে নিয়ে বঙ্গভবনে গিয়ে সব সিসিটিভির ক্যামেরা খুলে নিয়ে চলে গিয়েছে।নিউ বঙ্গভবনে কারা থাকে? আমি অভিষেকের বাড়িতে থাকি। কখনও কখনও যখন একা যাই আমি ওখানে থাকি। মনে রাখবেন রাজ্যপালও থাকেন। প্রধান বিচারপতি গিয়ে থাকেন। বিচারপতিরা থাকেন। সংবাদমাধ্যম যায়। তারা কার সঙ্গে কথা বলছে, কোন বন্ধুর সঙ্গে, সবটাই তুলে নিয়ে চলে গিয়েছে। এ অধিকার কে দিল? এই ঔদ্ধত্য কে দিল? মনে রাখবেন আমি বুলডোজারের পক্ষে নই। তবে গণতন্ত্রে যারা বুলডোজার চালায়, তাদের ক্লোজার হবে।'
এই সুবিধা পাবেন কেন্দ্রীয় সরকারের ১ কোটির বেশি কর্মী ও পেনশনভোগীরা
অনুব্রতর অনুপস্থিতিতে জেলার দেখভাল করবেন ফিরহাদ হাকিম, মলয় ঘটক এবং পান্ডবেশ্বরের বিধায়ক নরেন চক্রবর্তী
ধৃতের বাড়ি থেকে বাজেয়াপ্ত ৫ ব্যারেল নকল মোবিল, লেবেল সহ সরঞ্জাম
ফের রুপোর দাম ঊর্ধ্বমুখী
ফের সোনার দাম ঊর্ধ্বমুখী
সৌমিত্র অতীত , নতুন করে বিয়ের পিঁড়িতে বসার জল্পনা তুললেন সুজাতা
অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তুলে দল ছাড়লেন অঞ্চল সভাপতি
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মুম্বাই-ইউপি ম্যাচ
এখনও অধরা অমৃতপাল সিং, শুরু হয়েছে চিরুনি তল্লাশি
BSNL এর উত্তরাখন্ড সার্কেলে অ্যাপ্রেন্টিস পদে ২১ টি শূন্যপদে ছেলেমেয়ে নিয়োগ করা হবে
এরাজ্যে বামেদের মতো তৃণমূলও ভবিষ্যতে শূন্য হবে , দাবি শুভেন্দুর
গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষিকা
শুধু ঘর না , কখনো কখনো মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে তোলাও তুলছে হাতি
কোনক্রমে প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যরা
আমার মক্কেলের কিডনির সমস্যা রয়েছে , আদালতে দাবি শান্তনুর আইনজীবীর