নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ক’দিন আগে আদালতে দাঁড়িয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবী বলেছিলেন, শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ফোনে সোনার খনির হদিশ মিলেছে। শনিবার আদালতে পেশ করা হয় শিক্ষা দুর্নীতি কান্ডে গ্রেফতার অয়ন শীলকে। এদিন ইডির আইনজীবী আদালতে বলেন, বাংলায় শিক্ষা দুর্নীতি দেখে কবিগুরুর হৃদয় রক্তাক্ত হচ্ছে।
শনিবার অয়ন শীলকে ফের আদালতে পেশ করা হয়। এদিন আদালতে শুনানির সময়ে ইডির আইনজীবী ফিরোজ ইডুলজি বলেন, মাত্র ১৩ দিনে অয়নকে জেরা করে তার ৮ টি ফ্ল্যাট ৫ টি গাড়ি এবং ১ টি পেট্রল পাম্পের হদিশ পাওয়া গিয়েছে। কীভাবে ও এত টাকার সম্পত্তি করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়াও অয়ন শীলের কাছ থেকে একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তির কাছে এজেন্টের মাধ্যমে ধাপে ধাপে ২৬ কোটি টাকা গিয়েছে। সেই ব্যক্তির নাম আদালতে বলতে চায়নি ইডি।
ইডি আরও জানিয়েছে, অয়নকে জেরা করে এখনও পর্যন্ত ১৫ জন প্রভাবশালীর নাম পাওয়া গিয়েছে। তাদেরও নামও অবশ্য ইডি জানায়নি।এছাড়াও এদিন ইডির আইনজীবী আদালতে বলেন, বাংলায় শিক্ষা দুর্নীতি দেখে কবিগুরুর হৃদয় রক্তাক্ত হচ্ছে।শুধু কবিগুরু নয়, রবীন্দ্রনাথ ঠাকুরের সাধের বীরভূম জেলার প্রসঙ্গও তুলেছেন ইডির আইনজীবী। তার কথায়, বোলপুর এখন দুটো সি-র জন্য বিখ্যাত। কোরাপশন ও কাউ স্মাগলিং। অর্থাত্ দুর্নীতি ও গরু পাচার।
গুজরাত টাইটান্স – ২১৪/৪ (২০)
চেন্নাই সুপার কিংস – ১৭১/৫ (১৫) (ডিএলএস পদ্ধতি)
এই স্থানে পড়ে ছিল দেবী সতীর স্তনযুগল
১৫ ওভারে জয়ের জন্য ১৭১ রান দরকার চেন্নাইয়ের
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
বাইরন শুভেন্দু নয় , অভিষেকের ঘনিষ্ঠ , তা তৃণমূল প্রমান করে দিয়ে গেল , তোপ সুকান্তর
নিজেদের শৃঙ্গার করতে বানিয়ে নিতে পারেন এই গয়না
অর্ডন্যান্স ফ্যাক্টরি চান্দা ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার পদে ২৫০ জন লোক নিয়োগ করছে
৩ বল খেলে ৪ রান তোলেন চেন্নাইয়ের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়
এই স্ক্রাব ফেরাবে ত্বকের উজ্জ্বলতা
দেখুন কেনো বিখ্যাত আজকের দিনটি
এই কেক খেতে যেমন সুস্বাদু তেমনই লোভনীয়
ঘরোয়া টোটকায় আমলকী করতে পারে অনেক রোগের নিরাময়
ফের রুপোর দাম অপরিবর্তিত
ফের সোনার দাম অপরিবর্তিত
সকলের সামনে প্রেমিকাকে কুপিয়ে খুন করে পালিয়ে যায় প্রেমিক