নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - এদিন জলপাইগুড়ি জেলাপরিষদ অভিযানের ডাক দেয় বামফ্রন্ট। জেলা পরিষদের দুর্নীতি রুখতে এদিনের এই অভিযানে বামফ্রন্ট সামিল হয়। এদিন শহরের শান্তি পাড়া থেকে মিছিল শুরু হয়ে , তারপর শহর পরিক্রমা করে জেলা পরিষদের সামনে হাজির হয় তারা। উপস্থিত ছিলেন জেলা বামফ্রন্ট আহ্বায়ক সলিল আচার্য জেলার নেতারা।
একশো দিনের কাজ সহ প্রতিটি আবেদনকারীকে কাজ দেওয়া , বকেয়া মজুরি মেটানো , দুর্নীতির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে ইত্যাদি নানা দাবি নিয়ে আজকে পথে নেমেছে বামফ্রন্ট। মিছিলের নেতৃত্বে ছিলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। অশান্তির আঁচ পেয়ে রাস্তায় উপস্থিত ছিল বিশাল পুলিশবাহিনী। যদিও পুলিশের ঘেরাটোপ ভেঙে এগিয়ে যান বাম নেতা কর্মীরা। শেষে বড় পোস্ট অফিস মোড়ে বামেদের পক্ষ থেকে একটি পথসভার আয়োজন করা হয়।
তবে এদিন তৃণমূল সরকারকে জলপাইগুড়ি থেকে আক্রমণ করলেন রাজ্য সিপিএমের সম্পাদক মহম্মদ সেলিম। তিনি জানিয়েছেন , 'ডিএম , এসপি , ডিজি , এসডিও , বিডিওদের কাঠের পুতুল বানিয়ে দেওয়া হয়েছে। সব ক্ষমতা এখন কালিঘাটে। আমরা ওদের বলছি আইন মেনে কাজ করুন। কালিঘাটে লাইন দিলে চলবে না। দুর্নীতির টাকা ও চাকরি নামে তোলা টাকা একাংশ পুলিশের হাত দিয়ে কালিঘাটে ভাইপো ও পার্থ'র কাছে জমা পরছে। বাংলার পুলিশের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ইডি ও সিবিআই তৃণমূলের নেতাদের বাড়ির খাটের নিচে টাকা , রান্না ঘরে টাকা ও পাইপে টাকা। আর মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের চোখে ঠুলি পরিয়ে রেখেছে'।
এছাড়াও মুখ্যমন্ত্রী হিজাব পরেছিলেন কিছুদিন আগে। সেই প্রসঙ্গে সেলিম জানিয়েছেন , ‘কখনো কখনো শয়তান ফেরেস্তার ছদ্মবেশে আসে। আর এই আরএসএস আমাদের দেশের জন্য সবচেয়ে বেশি বিপদ। জলপাইগুড়িতে পানীয় জল নিয়ে দুর্নীতি হয়েছে , সঙ্গে নদী থেকে দেদারে বালি পাথর তোলা হচ্ছে। দুর্নীতিবাজদের পুলিশ ধরবে নয় ইডি সিবিআই ধরবে। তা না হলে মানুষ ধরে সর্ষে ও আখের রস যেভাবে বের করা হয় ঠিক সেভাবে দুর্নীতিবাজদের থেকে টাকা উদ্ধার করে মানুষের কাছে তুলে দিতে হবে’।
মৃতদের মধ্যে রয়েছেন পুলিশের এক ডিএসপি পদমর্যাদার অফিসার
বিশ্বজুড়ে কোণঠাসা হয়ে যাচ্ছে কানাডা
চতুর্থস্থানে শেষ করেন স্বপ্নিল কুশলে
এখনো চলছে আগুন নেভানোর কাজ , জলবহুল এলাকায় এমন পলিথিনের গুদাম থাকা কি উচিত , প্রশ্ন স্থানীয়দের
আজকের সমস্ত প্রশ্নের উত্তর আগামীকাল প্রকাশিত হবে
ভারত – ৩
হংকং – ০
প্রাইমারী TET পরীক্ষা প্রস্তুতিতে আজ গণিত
ANM & GNM প্রস্তুতিতে আজ সাধারণজ্ঞান
ম্যাচের শেষে ফলাফল ৪-৬, ৪-৬
আগামী ২রা ও ৩রা অক্টোবর দিল্লির প্রতিবাদ কর্মসূচিতে আমি যোগ দেব , পারলে আমাকে আটকে দেখাক , কেন্দ্রকে পাল্টা চ্যালেঞ্জ অভিষেকের
১৯তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতীয়দের দাপট অব্যাহত
আজ ফের দুপুর দেড়টা নাগাদ অটোরিকশা মিছিল করবেন আদিবাসী সম্প্রদায়রা , নতুন করে ফের যানজটের সম্ভাবনা শহরে
তাদের এই রুপোলী মুহূর্তে গর্বিত ১৪০ কোটি ভারতবাসী
সব মিলিয়ে এখনও পর্যন্ত ৭ টি সোনা এসেছে ভারতে
বিজেপির রাজ্য সভাপতি না আসা পর্যন্ত তালা বন্ধই থাকবে কার্যালয় , হুঁশিয়ারি কর্মীদের