ঈদ উপলক্ষ্যে বন্ধ কলকাতার একাধিক রাস্তা, নির্দেশিকা জারি পুলিশের

মে ০২, ২০২২ দুপুর ১১:২৮ IST
626f52d17baa7_IMG_20220502_090706

নিজস্ব প্রতিনিধি, কলকাতা - টানা এক মাস ধরে রমজান পালিত হওয়ার পর আগামী কাল খুশির ঈদ। ঈদে মেতে উঠবে ৮-৮০ প্রত্যেকে। নিরবিচ্ছিন্ন ভাবে খুশির ঈদ পালন করতে ইতিমধ্যেই প্রত্যেক জেলায় সুরক্ষা ব্যাবস্থা জোরদার করছে জেলা প্রশাসন। 

কলকাতাবাসীদের জন্য এবার ঈদ উপলক্ষ্যে ট্রাফিক নির্দেশিকা জারি করলো পুলিশ। ঈদ উপলক্ষ্যে ওয়েস্টবেঙ্গল ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকেও একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ঈদ-উল-ফিতর উৎসব উপলক্ষ্যে কলকাতার রাস্তায় সমস্ত পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ থাকবে ভোর চারটে থেকে বারোটা পর্যন্ত।

নির্দেশিকায় জানানো হয়েছে , নামাজ শেষ না হওয়া পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে রেড রোড। এছাড়াও বন্ধ থাকবে মানিকতলা মেন রোড, নারকেল ডাঙা মেন রোডে, আর জি কর রোড, কালিসোম স্ট্রিট, মানিকতলা স্ট্রিট এবং রাজাবাজার ক্রসিং ও কাশীনাথ দত্ত রোড, দক্ষিণ শিয়ালদহ রোড, ইন্দ্র বিশ্বাস রোড বেলগাছিয়া রোড, জেকে বোস রোড, গিরিশ বিদ্যারত্ন লেন এবং কালিসোম স্ট্রিট, ফেডারেশন স্ট্রিট, রাজা দিনেন্দ্র স্ট্রিট এবং রাজা রাজনারায়ন স্ট্রিট ক্রসিং, ডিসি ডে রোড, গড়পার লোড এবং গ্যাস স্ট্রিট, গোপাল মুখার্জি রোড, খগেন চ্যাটার্জি রোড, সহ কলকাতার বিস্তীর্ণ এলাকা।

পবিত্র রমজান মাসের শেষে নতুন চাঁদ দেখামাত্রই শুরু হয়েছে উৎসবের মরসুম। আনন্দ, উচ্ছ্বাস, সৌভ্রাতৃত্ব ও সম্প্রীতির ঈদকে ঘিরে মেতে উঠতে চলেছে রাজ্যবাসী।

ভিডিয়ো

Kitchen accessories online