'আপনি হিন্দু না মুসলিম',ঈদের শুভেচ্ছা জানাতেই তীব্র কটাক্ষের মুখে নুসরত

মে ০৪, ২০২২ দুপুর ১১:২৩ IST

নিজস্ব প্রতিনিধি, কলকাতা - ৩ রা এপ্রিল গোটা রাজ্য জুড়ে পালিত হয়েছে খুশির ঈদ। এই উৎসব উপলক্ষ্যে টলিউড অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান নিজের সোশ্যাল মিডিয়ায় 'ঈদ মুবারক' বার্তা দিয়েছেন সকলকে। ভক্তদের শুভেচ্ছা বার্তা জানানোর জন্য সোশ্যাল মিডিয়ায় তাকে আক্রমণের শিকার হতে হয়েছে কিছু ইসলামপন্থীদের কাছ থেকে।

ভিডিও বার্তাটিতে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি সকলের সুখ সমৃদ্ধির জন্য প্রার্থনাও করেন তিনি। ভিডিওটি সামনে আসা মাত্রই তার কমেন্টে নেমে আসে একের পর এক কটুক্তি।

একজন ব্যক্তি তার পোস্টে মন্তব্য করেছেন," রোজা করবো আমরা, নামাজ পড়বো আমরা, আর আপনার মতো একটা ফালতু মেয়ের কাছ থেকে ঈদের শুভেচ্ছা নিতে হবে! 

আবার একজন বলেছেন, 'অর্ধনগ্ন হয়ে ঈদের শুভেচ্ছা আপনার মুখে মানায় না। ' অভিনেত্রী হিন্দু না মুসলিম সেই নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ। 

কেউ আবার রমজান মাসে শরীর দেখিয়ে ছবি পোস্ট করায় লজ্জাহীন বলে আখ্যা দিয়েছেন তাকে।

কুরুচিকর মন্তব্য ও অভিযোগের তীর ধেয়ে এসেছে তার কমেন্ট বক্সে। এর আগেও একাধিকবার নেটিজেনদের সমালোচনার মুখে পরেছেন তিনি, কখনো বিবাহবিচ্ছেদ আবার কখনো মা হওয়াকে কেন্দ্র করে।

ভিডিয়ো

Kitchen accessories online