নিজস্ব প্রতিনিধি, কলকাতা - সন্দীপ্তা সেন বাংলার সিরিয়াল তথা সিনেমা জগতের একজন সুপরিচিত ব্যাক্তি। তিনি আজ পর্যন্ত কোনও বড়সড় বিতর্কে জড়াননি। এই ক্ষেত্রে অন্যান্য সেলিব্রেটিদের থেকে আলাদা বলতে পারা যায়। নিজের মতো কাজ করেন, রিলস বানান, ইদানিং ভালো ভালো সিনেমা বা ওয়েবসিরিজের সঙ্গেও যুক্ত আছেন তিনি। কিন্তু বৃহস্পতিবার ঈদের শুভেচ্ছা জানানোয় তাকে বিতর্কের মুখে। তীব্র কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে।
গত বৃহস্পতিবার ছিল বকরি ঈদ। এইদিনটির উপলক্ষ্যে নায়িকা তার সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে লেখেন, ' এই ঈদ আপনাকে শান্তি দিক, আনন্দ দিক। খুশি দিক'। হ্যাঁ, দেখে মনে হতেই পারে যে নায়ক ইমন কি লিখছেন, একটি সাধারণ পোস্টই তো করেছেন। তবে এটা দেখার পর থেকে তার ভক্তরা তাকে নিয়ে ট্রোল শুরু করেন। এমনকি নেট পারার অনেকেই ধর্ম টেনে এনে তাকে কটাক্ষ করতে শুরু করেন। তবে তিনি হয়তো কোনও ধর্মীয় সেন্টিমেন্টে আঘাত করতে চাননি, তবুও সমালোচনার মুখে পরতে হলো সন্দীপ্তাকে।
সন্দীপ্তার এই পোস্টে এক ব্যক্তি লেখেন ‘যেই গরুর দুধ খান সেই গরুকেই যদি খেয়ে নেন তাহলে শান্তি পাবেন কী করে?’ আবার অনেকে তার ধর্ম নিয়েও মন্তব্য করেন, এক ব্যক্তি এমনও লেখেন, 'বাঙালি হিন্দুদের যে কী অবস্থা! এঁরা এখনও যে কতটা নর্দমায় প আছে সেটা তার একটা প্রমাণ'। যদিও পোস্টে তাকে নিয়ে যতই কটাক্ষ চলুক, তিনি কাউকেই কোনও জবাবই দেননি। এই ট্রোল নিয়েও কিছু বলেননি। আবার ডিলিট করেননি কোনও বিরূপ মন্তব্যও। তবে কটাক্ষের কোনও রকম জবাব না দিয়ে একপ্রকার ভালোই করেন অভিনেত্রী, সমলোচনা আর বাড়তে দেননি তিনি।
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
মোহনবাগান – ১
বেঙ্গালুরু এফসি – ০
ভারত – ২৮৬ (৪৯.৪)
অস্ট্রেলিয়া – ৩৫২/৭ (৫০)
বহু খালিস্তানি নেটওয়ার্ক ছিন্ন করতে সক্ষম হয়েছে ভারত সরকার
পায়ের পাশ দিয়ে গড়িয়ে পরছে রক্ত, সাহায্যের জন্য এগিয়ে আসেনি
বিশ্বের যে কোনো প্রান্তের যেকোনও পর্যটককে আকৃষ্ট করার মতো সব উপকরণই বাংলাদেশে বিদ্যমান
নীতিগতভাবে তাদের ২ দেশের মধ্যে মিল রয়েছে
রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদীন এই তথ্য জানান
আগে যারা করোনা আক্রান্ত হয়েছিল , তারা যদি আবার ডেঙ্গু আক্রান্ত হয় তবে তা প্রাণঘাতী হতে পারে , আশঙ্কাবার্তা চিকিৎসকদের
নবম-দশম, একাদশ-দ্বাদশ থেকে প্রাথমিক, সব শিক্ষক নিয়োগের মামলা শোনা হবে আলাদা ভাবে
হাইকোর্টের নির্দেশ ছাড়া কেউ ইডি-সিবিআইয়ের কাজে হস্তক্ষেপ করবে না , খোদ বিচারককে অপসারণ করে কড়া নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
গ্র্যান্ড হোটেলের সামনে থাকা ফুটপাথ হকারমুক্ত করতে হবে , নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার
পুরসভার গেটের সামনে মশারি টাঙিয়ে বিক্ষোভ কংগ্রেসের