এগিয়ে থেকেও শ্রীকান্তে ইতি, এশিয়ান গেমসে রুপো জয় ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন দলের

অক্টোবর ০১, ২০২৩ রাত ১০:০০ IST
65199e749d1cd_WhatsApp Image 2023-10-01 at 21.59.07_0ddc3300

নিজস্ব প্রতিনিধি, হানঝাউ – ১৯তম এশিয়ান গেমসে জয়জয়কার ভারতীয়দের। ১৯৮৬ সালে শেষবার এশিয়ান গেমসে ব্যাডমিন্টন থেকে পদক এসেছিল ভারতে। এবার একটুর জন্য সোনা হাতছাড়া হল। এগিয়ে থেকেও রুপো জিতে সন্তুষ্ট থাকতে হল ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন দলকে।  

প্রথম ম্যাচে সিঙ্গলসে লক্ষ্য সেনের প্রতিপক্ষ ছিলেন চীনের শি ইউকি। ম্যাচের শেষে ফলাফল ২২-২০, ১৪-২১, ২১-১৮। ১-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত। দ্বিতীয় ম্যাচে ডাবলসে চীনের লিয়াং ওয়েইকেং ও ওয়াং চ্যাং-কে হারিয়ে দেন সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি।

দ্বিতীয় ম্যাচে ম্যাচের ফল ২১-১৫, ২১-১৮। ২-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত। কিন্তু এরপরেই চীনের লি শিফেংয়ের কাছে হেরে যান কিদাম্বি শ্রীকান্ত। ম্যাচের শেষে ফল ২৪-২২, ২১-৯। চতুর্থ ম্যাচে হেরে যান ভারতের ধ্রুব কপিল-কৃষ্ণ প্রসাদ। পঞ্চম ম্যাচ তথা ম্যাচ নির্ণায়ক ম্যাচও হেরে যান ভারতের মিঠুন মঞ্জুনাথ। ৩-২ ব্যবধানে হেরে যায় ভারত।

ভিডিয়ো

Kitchen accessories online