এলাচি রামচন্দ্রপুর মিলন সংঘ, এই বছর ৭৭তম বর্ষ

অক্টোবর ১৪, ২০২৩ দুপুর ১০:০৮ IST
652a1811e8c73_IMG-20231013-WA0001


  অমৃতবাজার এক্সক্লুসিভ - ভাস্কর মুখার্জি, নরেন্দ্রপুর।

পুজো আর হাতে গোনা কয়েকটা দিন।সব পুজো মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

 

এলাচি রামচন্দ্রপুর মিলন সংঘ (নরেন্দ্রপুর)
প্যান্ডেল – সৌমিত্র ধাউরিয়া
লাইট – দীপঙ্কর দে
প্রতিমা – দেবাশীষ গিরি
সম্পাদক – সঞ্জয় সেনগুপ্ত
স্থান – নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন মেইন গেট

এই বছর এই ক্লাবের ৭৭তম বর্ষ। প্রতি বছর থাকে থিমের চমক ও তার সাথে থাকে সামাজিক বার্তা। গতবছর  অমৃতবাজার আয়োজিত শারদ সম্মান প্রতিযোগিতায় এই পুজো ১০টি সেরা পুজোর মধ্যে স্থান করে নিয়েছিল। এই বছরে এই পুজোর নিবেদন মহারাজা তোমারে সেলাম।
সেরা বাঙালি বলতে যাদের বোঝায় তার মধ্যে অন্যতম মহামান্য সত্যজিৎ রায়। তাকে সম্মান জানিয়েই এবারের থিম। থাকছে চোখ ধাঁধানো প্যান্ডেল এবং লাইট। বাঙ্গালির মাথার মুকুট হয়ে হৃদয়ে অবস্থান করছেন তিনি। প্যান্ডেলের ভিতরে থাকছে তার সৃষ্টি। আরও অনেক কিছুই চমক থাকছে এই পুজো মণ্ডপে। সেইসব দেখতে হলে আপনাদের আসতে হবে এই পুজো মণ্ডপে বললেন এই পুজো কমিটির সম্পাদক সঞ্জয় সেনগুপ্ত।

ভিডিয়ো

Kitchen accessories online