নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর- রক্ষকই ভক্ষক!এক মহিলার সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগ উঠল খড়গপুরের এক পুলিশ কর্মীর বিরুদ্ধে। এমনকি ওই মহিলার সন্তানদেরও মারধরের অভিযোগ উঠেছে পুলিশ কর্মীর বিরুদ্ধে।এরপরেই এই অভিযুক্ত সাদাতপুর ফাঁড়ির ইনচার্জকে ক্লোজ করা হয়েছে।যদিও এই ঘটনায় তৃণমূল আমলে নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছে বিজেপি।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযোগকারিনী মহিলা দীর্ঘদিন সাদাতপুর ফাঁড়িতে রান্নার কাজ করেছেন। তার ফাঁড়ির নিকটস্থ একটি হোটেল রয়েছে। সেই সুবাদে তার সঙ্গে ফাঁড়ির পুলিশ কর্মীদের সুসম্পর্ক রয়েছে। থানার কালী পুজোতে তার পরিবারের লোকেরাও অংশ নেন। কালী পুজোর রাতে সন্ধ্যে থেকেই ফাঁড়িতে ছিলেন মহিলার কিশোর ছেলে মেয়ে ও তাদের দুই বন্ধু। পরে রাত হয়ে যাওয়ার তারা হোটেলে এসে বিশ্রাম নিচ্ছিল।
অভিযোগ, সেই সময়েই ফাঁড়ির ইনচার্জ শুকদেব বাবু কয়েকজন পুলিশ কর্মীর সঙ্গে আচমকাই হোটেলে আসেন ও বিনা প্ররোচনায় তাদের বেধড়ক লাঠিপেটা করেন।এরপর গভীর রাতে মহিলার সন্তানেরা বাড়ি ফিরে মা কে সমস্ত ঘটনা খুলে বলে। মহিলার মেয়ে পরের দিন অসুস্থ হয়ে পরে ও রক্ত বমি হয়। তাকে খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।
এরপরেই পুলিশে অভিযোগ জানাতে যান ঐ মহিলা। তার অভিযোগ, কিছুদিন আগে সাদাতপুর ফাঁড়ির ইনচার্জ শুকদেব মাইতি তার সঙ্গে অশালীন আচরণ করেন।এরপরেই কালীপুজোর রাতে সদলবলে হোটেলে চড়াও হন ওই পুলিশ অফিসার। বেদম মারধর করে ওই মহিলার ছেলে-মেয়েকে।যদিও প্রথমে খড়গপুর গ্রামীণ থানা অভিযোগ গ্রহণ করতে চায়নি।তারপর শুক্রবার তিনি মেদিনীপুর জেলা আদালতের দ্বারস্থ হওয়ার পর অভিযুক্ত ইনচার্জ সাব ইন্সপেক্টর সুকদেব মাইতিকে ক্লোজ করেছে জেলা পুলিশ।একাধিক ধারায় মামলাও রুজু হয়েছে তাঁর বিরুদ্ধে। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার।
যদিও এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ! তৃণমূল আমলে নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে সরব বিজেপি। মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি রমাপ্রসাদ গিরি জানিয়েছেন, 'রাজ্যের বিভিন্ন জায়গাতেই এই ধরনের ঘটনা ঘটে। কেউ সাহস পায় না। দোষীর শাস্তি পাওয়া উচিত। কিন্তু কেউ এটা করতে পারবে বলে মনে হয় না।'
জেনে নিন ইউরিক অ্যাসিড থেকে মুক্তি পেতে কোন কোন যোগাসন করবেন
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
শেষবার ১৯৭৮ সালের ব্যাঙ্কক এশিয়ান গেমসে লংজাম্প থেকে পদক এসেছিল ভারতে
বাংলার সব থেকে বড়ো জঞ্জালের নাম তৃণমূল , ভোটের আগে বিজেপি সেই জঞ্জাল পরিষ্কার করবে , স্মৃতি ইরানিকে পাশে নিয়ে দাবি সুকান্তর
গুরুদ্বার গুরু গ্রন্থ সাহিব শিখ সভা থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে
১৯৮৬ সালের ২০২৩ সালে এশিয়ান গেমস থেকে পদক এল ভারতের ঝুলিতে
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিনে
ইউনিয়ন থেকে টাকা নেওয়া হয়েছে লোগো দেওয়ার জন্য , তাহলে কেন টোটো বন্ধ হবে , প্রশ্ন চালকদের
আজকের সমস্ত প্রশ্নের উত্তর আগামীকাল প্রকাশিত হবে
WBCS পরীক্ষার প্রস্তুতিতে আজ ইংরাজি ইতিহাস
প্রাইমারী TET প্রস্তুতিতে আজ ইংরাজি গণিত পরিবেশবিদ্যা বাংলা child psychology
গত ২৩ সেপ্টেম্বর মা হয়েছেন স্বরা ভাস্কর
আজ যদি আমাদের পাকা বাড়ি থাকতো , তবে দুধের শিশু গুলিকে এভাবে মরতে হতো? বুকফাটা আর্তনাদ পরিবারের
এই নিয়ে চলতি এশিয়ান গেমস থেকে ভারতের ঝুলিতে ১৩তম সোনা এসে গেল
১৯তম এশিয়ান গেমসে জয়জয়কার ভারতীয়দের