নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - এক নাবালিকা স্কুল ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠলো এক হাই স্কুল শিক্ষকের বিরুদ্ধে ।ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের মেটেলি ব্লকের চালসা স্কুল পাড়া এলাকায়।যদিও তুফান মাইতি (৫৮) নামে ওই স্কুল শিক্ষকের স্ত্রী’র দাবি 'উনি ষড়যন্ত্রের শিকার,।এদিকে এদিন এই ঘটনায় ওই অভিযুক্ত শিক্ষককে এই ঘটনায় মারধর করে স্থানীয়রা।তারপর মেটেলি থানার পুলিশ ওই শিক্ষককে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , বুধবার রাতে ত্রয়োদশ বর্ষিয়া এক অষ্টম শ্রেণীর ছাত্রী কালী পুজার মন্ডব এলাকায় খিচুড়ি প্রসাদ খাচ্ছিলো।সেই সময় কন্যার মা সহ অন্য প্রতিবেশী মহিলারা মন্ডবে ছিল। তাদের নজরে আসে চালসা গয়ানাথ উচ্চ বিদ্যালয়ে সহকারি প্রধান শিক্ষক মদ্যপ অবস্থায় ওই স্কুল ছাত্রীকে আপত্তিকর ভাবে জরিয়ে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে।
এরপর বৃহস্পতিবার সকালে পাড়া প্রতিবেশীরা অভিযুক্ত শিক্ষকের বাড়ির সামনে চড়াও হয়ে ওই শিক্ষককে মারধর করে।তারপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মেটেলি থানার পুলিশ অভিযুক্ত শিক্ষকে আটক করে থানায় নিয়ে যায়।
এনিয়ে ওই কন্যার মা ও প্রতিবেশীরা জানিয়েছেন, 'আমরা থানায় যাব এবং ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জানাব।আমরা চাই ওই শিক্ষকের কঠোর শাস্তি হোক। উনি যাতে এখানে চাকরি করতে না পারে সেই দাবিও জানাব।কারন ওনার স্ত্রী ও কন্যা থাকা সত্বেও এর আগেও এরকম ঘটনা ঘটিয়েছে।'
যদিও ওই শিক্ষকের স্ত্রী জানিয়েছেন, 'এটা একটা ষড়যন্ত্রের উনি। এখানে কিছু লোক বরাবর চাইছেন আমার স্বামীর চাকরি চলে যাক।টসিভনানান ভাবে হেনাস্থা করার চেষ্টা করে। এদিনও ওনাকে হেনাস্থা করতে যড়যন্ত্র করেছে।'
এই সুবিধা পাবেন কেন্দ্রীয় সরকারের ১ কোটির বেশি কর্মী ও পেনশনভোগীরা
অনুব্রতর অনুপস্থিতিতে জেলার দেখভাল করবেন ফিরহাদ হাকিম, মলয় ঘটক এবং পান্ডবেশ্বরের বিধায়ক নরেন চক্রবর্তী
ফের রুপোর দাম ঊর্ধ্বমুখী
ফের সোনার দাম ঊর্ধ্বমুখী
সৌমিত্র অতীত , নতুন করে বিয়ের পিঁড়িতে বসার জল্পনা তুললেন সুজাতা
অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তুলে দল ছাড়লেন অঞ্চল সভাপতি
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মুম্বাই-ইউপি ম্যাচ
এখনও অধরা অমৃতপাল সিং, শুরু হয়েছে চিরুনি তল্লাশি
BSNL এর উত্তরাখন্ড সার্কেলে অ্যাপ্রেন্টিস পদে ২১ টি শূন্যপদে ছেলেমেয়ে নিয়োগ করা হবে
এরাজ্যে বামেদের মতো তৃণমূলও ভবিষ্যতে শূন্য হবে , দাবি শুভেন্দুর
গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষিকা
আমার মক্কেলের কিডনির সমস্যা রয়েছে , আদালতে দাবি শান্তনুর আইনজীবীর
রাহুল গান্ধীর মুখ বন্ধ করার জন্য এই পদক্ষেপ দাবি কংগ্রেসের
রানাঘাট দক্ষিণ জেলার তৃণমূল সভাপতি দেবাশীষ গাঙ্গুলীর কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ কর্মীদের
শনিবার দ্বিতীয় রমজান