নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি – এক নাবালিকার মৃতদেহ মাটি খুঁড়ে বের করে ফের ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হল। ওই নাবালিকার নাম গিন্নি বিশ্বকর্মা (১৬)। পরিবারের অভিযোগ, তরুণীকে নির্যাতন করে খুন করা হয়েছে।
গত ২৫শে জানুয়ারি জলপাইগুড়ি জেলার অন্তর্গত মালবাজার ব্লকের মানাবাড়ি চা বাগানের বাসিন্দা ওই কিশোরী আত্মীয়ের বিয়েতে যায়।সেদিন রাত থেকেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবারের তরফে খোঁজাখুঁজি করেও পাওয়া যায় না তাকে।অবশেষে ২৭ তারিখ দুপুরে পরিবার জানতে পারে, ২৬ জানুয়ারি ওদলাবাড়ি রেল লাইনের কাছ থেকে একটি মৃতদেহ উদ্ধার করে রেল পুলিশ।
তারপর পরিবার জানতে পারে সেটি গিন্নি বিশ্বকর্মা। পরিবারের অভিযোগ, মেয়েটিকে খুন করা হয়েছে। আগে মৃতদেহ তদন্ত করা হয়েছিল। অভিযোগের তীর মাল ব্লকের ওদলাবাড়ির হঠাৎ কলোনীর কিশোর রাহুল রায়ের(১৭) বিরুদ্ধে। এই ঘটনার তদন্ত শুরু করেছে জিআরপি ও মালবাজার থানার পুলিশ।
প্রথমে যখন ময়নাতদন্ত হয়েছিল তখন সেই রিপোর্টে পরিবারের সদস্যরা সন্তুষ্ট হননি। তাদের দাবি ছিল, তাদের মেয়েকে খুন করা হয়েছে। কারণে এদিন কবর থেকে মৃতদেহ উদ্ধার করে দ্বিতীয়বার ময়না তদন্ত করতে শিলিগুড়ি পাঠানো হয়েছে।
এক ব্যক্তি বলেন,' মেয়েটির দেহ যেই অবস্থায় পাওয়া গেছিল সেটাতে মনে হচ্ছিল মেয়েটিকে ধর্ষণ করেই খুন করা হয়েছে। যখন প্রথম মেয়েটির মৃতদেহ ময়নাতদন্ত করা হয়, তখন তার কোনও পরিচয় পাওয়া যায়নি। ফলে দ্বিতীয়বার আমার ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের রিপোর্টে আসলে বিষয়টি পরিষ্কার হবে'।
নাবালিকার জেঠু রতন বিশ্বকর্মা বলেন,’ প্রথমবারের ময়নাতদন্তে রিপোর্টে আসল ওটা নাকি সুইসাইড। কিন্তু সেটা আমরা মানবো না। কারণ যেভাবে মেয়েটির বডি ছিল সব টুকরো টুকরো করে কাটা। আমাদের মেয়েকে খুন করা হয়েছে। আমরা আশাকরি আছে এইভাবে ময়নাতদন্তে সত্য বেরিয়ে আসবে’।
ভারত – ১৭
থাইল্যান্ড – ০
আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালানোর অভিযোগে নিপুনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল
বাঁকুড়া-মালদহ সহ একাধিক জেলায় পথ অবরোধ করে বিক্ষোভ কুড়মিদের
ইতিহাসের পাতায় নাম লেখাল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা
অগ্নিবীর টেকনিক্যাল পরীক্ষার প্রস্তুতিতে আজ গণিত
রবিবার ৮ ঘণ্টারও বেশি সময় ধরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের মধ্যে লড়াই চলে
আজকের সমস্ত প্রশ্নের উত্তর আগামীকাল প্রকাশিত হবে
আগামী ৫ বছরের জন্য তুরস্কের দায়িত্ব থাকল এরদোয়ানের হাতেই
গতকাল যে প্রশ্নপত্র দেওয়া হয়েছিল এটি তারই উত্তরপত্র
সব নাটক , অভিষেককে নেতা বানানোর জন্য এসব চলছে , কটাক্ষ দিলীপের
ANM & GNM প্রস্তুতিতে আজ পরিবেশবিদ্যা
দেখে নিন ভারত-অস্ট্রেলিয়ার সম্পূর্ণ স্কোয়াড
ম্যাচের শেষে ফলাফল ২১-১৯, ১৩-২১, ২১-১৮
সোমবার সকাল থেকে আহমেদাবাদে বৃষ্টি হচ্ছে
এই নিয়ে অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হলো ৯