নিজস্ব প্রতিনিধি, কোচবিহার - এক নাট্যকর্মীকে বেধড়ক মারধর করলো পঞ্চায়েত সদস্য ও স্থানীয়রা মিলে। এই ঘটনাটি ঘটেছে কোচবিহারের গুড়িয়াহাটি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাবুরহাট রামকৃষ্ণ পল্লি এলাকায়। ঘটনার সূত্রপাত স্বনির্ভর গোষ্ঠীর টাকা নিয়ে গোলমালের জেরে কর্মী ও তাঁর সন্তানদের ধর্ষণের অভিযোগ ওঠে গোষ্ঠীরই এক কর্মীর ছেলের বিরুদ্ধে। তারই প্রতিবাদ করাতে নাট্যকর্মীকে মারধর করে উত্তপ্ত এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার প্রতিমা দেবনাথ নাম এক স্বনির্ভর গোষ্ঠীর কর্মী বিরুদ্ধে ২০ হাজার টাকা ব্যাঙ্কে জমা না দেওয়ার অভিযোগ ওঠে। সেই টাকা জমা না পরার কারণ জানতে পঞ্চায়েত সদস্য রূপা দেবনাথকে সঙ্গে নিয়ে স্বনির্ভর গোষ্ঠীর কর্মীরা প্রতিমার বাড়িতে গিয়ে হুমকি দেন। সেই সময় স্বনির্ভর গোষ্ঠীর এক কর্মীর ছেলে প্রতিমা এবং তাঁর তিন সন্তানকে ধর্ষণ করার হুমকি দেন বলে অভিযোগ।
এই ঘটনার পর সোমবার কোচবিহার কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এরপর প্রতিমার পাশে দাড়াতে এই গোটা ঘটনায় প্রতিমার সুরক্ষা নিয়ে কোচবিহারের নাট্যকর্মী চন্দ্রিমা ঘোষাল একটি ফেসবুক পোস্ট করেন। এরপর মঙ্গলবার সকালে তিনি প্রতিমার বাড়িতে দেখা করতে গেলে, গ্রামবাসীরা উত্তপ্ত হয়ে ওঠে। তারপর তাঁকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ করেন চন্দ্রিমা ঘোষাল।
এই ঘটনায় প্রতিমা জানিয়েছেন,'স্বনির্ভর গোষ্ঠীর কোষাধ্যক্ষ অঞ্জনা দেবনাথ আমাকে কিছু টাকা ব্যাঙ্কে জমা দিতে বলেছিলেন, আমি সেই ব্যাঙ্কেই টাকা জমা দিয়েছি। এখন হিসেবে ২০ হাজার টাকার গরমিল দেখা গেছে। যার আমি কিছুই জানি না। কিন্তু এখন কিন্তু স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা অঞ্জনাকে এই ব্যাপারে জিজ্ঞাসা না করে আমার ওপর চাপ সৃষ্টি করছেন। তবুও আমি টাকা ফেরত দিয়ে দেবো বলেছি। তারপরেও আমার মেয়েদের ধর্ষণের হুমকি দেন'।
নিগৃহীত নাট্যকর্মী চন্দ্রিমা বলেন,'প্রতিমা এবং তাঁর তিন কন্যা আমাদের নাট্য সংস্থার সক্রিয় কর্মী। ওদের আর্থিক অবস্থা খুব খারাপ। প্রতিমা আমায় ফোন করে বলেছিল দিদি আমাকে তুমি বাঁচাও। ওরা আমাকে আর আমার মেয়েদের মেরে ফেলবে। তাই আমি ঘটনার প্রতিবাদ করায় স্থানীয়রা আমায় মারধর করে'।
স্থানীয় পঞ্চায়েত সদস্য রূপা দেবনাথ জানিয়েছেন, 'নাট্যকর্মী চন্দ্রিমা ফেসবুকে মিথ্যে পোস্ট করেছেন। কেউ প্রতিমার বাড়িতে গিয়ে তাঁদের ধর্ষণ করার হুমকি দেয়নি। এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। তবে নাট্যকর্মীকে স্থানীয়রা মারধর করেছে'। ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই বিরাটদের কোচের দায়িত্বের মেয়াদ শেষ হয়েছিল শাস্ত্রীর
দুই বছর আগে তার হাটুর অস্ত্রোপচারের উদ্দেশ্যে অর্থ প্রদান করেন সোনু সুদ
ম্যাচের শেষে ফলাফল ৬-১, ৬-২, ৬-৪
ব্রডের এক ওভারে বুমরা ২৯ রান তোলেন
বিমানবন্দরে মোদিকে অভ্যর্থনা জানাতে অনুপস্থিত কেসিআর , তীব্র জল্পনা তামিল রাজনীতিতে
হাইকোর্টের পক্ষ থেকে ঈদ উপলক্ষ্যে তৈরি করা হলো ৯টি বেঞ্চ
কমিশনের রিপোর্ট কে ভ্রান্ত , তীব্র নিন্দা প্রকাশ করে বিবৃতি জারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের
ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে তাকে ছেড়ে দেওয়ার আর্জি রোনাল্ডোর
এই নিয়ে তাই জু-র কাছে ১৬ বার হারলেন সিন্ধু
২০০৭ এবং ২০১১ বিশ্বকাপ দলের সক্রিয় সদস্য ছিলেন হরভজন
মোবাইলের দোকানে চুরির ফলে আতঙ্কিত স্থানীয় ব্যবসায়ীরা
প্রথম ইনিংস লিডেই জয়ী হল ভবানীপুর
বুমরার ব্যাটিং ২০০৭ সালের যুবরাজ সিংয়ের কথা মনে করিয়ে দেয় মাস্টার ব্লাস্টারকে
গোধরা কান্ডে ৩৫ তম অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আজীবন কারাদন্ডের ঘোষণা
১৯ হাজার টাকায় বিক্রি হলো ২০ কেজির ভেটকি