এক সপ্তাহে দ্বিতীয়বার জোরালো ভূমিকম্প জাপানে

সেপ্টেম্বর ২২, ২০২৩ দুপুর ০৩:৫৩ IST
650d6ae59dcca_WhatsApp Image 2023-09-22 at 15.52.08

নিজস্ব প্রতিনিধি, টোকিও – ফের জোরালো ভূমিকম্প হল জাপানে। এই নিয়ে চলতি সপ্তাহে দ্বিতীয়বার ভূমিকম্প অনুভূত হল জাপানে। এখনও পর্যন্ত কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সুনামি সতর্কতা জারি করা হতে পারে। এই বিষয়ে জানিয়েছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স সূত্রে খবর, বৃহস্পতিবার রাত ১১.২২ মিনিট (স্থানীয় সময় অনুযায়ী) নাগাদ ভূকম্পন অনুভূত হয় জাপানের দক্ষিণ-পূর্বের হোনশু প্রদেশে। ভূমিকম্পের উৎসস্থল ছিল মাটি থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৬।   

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, যে এলাকাগুলিতে ভূমিকম্প হয়েছে সেখানে পরিদর্শনে যাবেন প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। ওই এলাকাগুলি পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখবেন তারা। ভূমিকম্পের ভিডিও সোশ্যাল মিডিয়ায় অনেকেই পোস্ট করেছেন। ভূমিকম্পের জেরে আতঙ্কিত হয়ে পরেছেন স্থানীয় বাসিন্দারা।

ভিডিয়ো

Kitchen accessories online