অমৃতবাজার এক্সক্লুসিভ, ইন্দ্রজিৎ আইচ - শ্রুতি নাটকের সঙ্গে প্রসেনিয়াম থিয়েটারের এক অভূতপূর্ব মেলবন্ধনে সম্প্রতি আকাদেমি অফ ফাইন আর্টস মঞ্চে যা দেখানো থিয়েটার ফর ইউ, তা দর্শকগণ অনেককাল মনে রাখবেন। সুকল্প একটি শ্রুতিনাটক সংস্থা যারা প্রতিনিয়ত নাট্যচর্চায় নিবেদিত প্রাণ। তারা ওই দিন থিয়েটার ফর ইউর আমন্ত্রণে দুটি শ্রুতিনাটক মঞ্চস্থ করেন।
প্রথমটি শেষকৃত্য। মূল রচনাঃ শুভমানস ঘোষ, শ্রুতিনাট্যরূপ চঞ্চল ভট্টাচার্য। শেষকৃত্য নাটকটিতে ডক্টর তীর্থঙ্কর রায়চৌধুরীর চরিত্রে অরিন্দম মুখোপাধ্যায় চরিত্রটির সঙ্গে একাকার হয়ে গেছেন। পুলক সি বাসুর চরিত্র সম্পর্কেও একই কথা খাটে। আশিস ঘোষের অভিনয়ে পুলক সি বাসু চরিত্রটি যেন সত্যিসত্যিই একজন এন.আর.আই. হয়ে উঠেছেন। সাহান এবং বীথিকা চরিত্রে সুঅভিনয় করেছেন যথাক্রমে ইরানি মুখোপাধ্যায় ও কোয়েল বন্দ্যোপাধ্যায়। চন্দ্র সেন শিবপদ বন্দ্যোপাধ্যায় চলনসই।
দ্বিতীয় নাটকটিতে (কী তার জবাব দেবে? শ্রুতিনাট্যরূপ বিশ্বজিৎ দেব রায়) অযান্ত্রিক চরিত্রে শিবপদ বন্দ্যোপাধ্যায় এককথায় অনবদ্য। মা শান্তাদেবীর চরিত্রে পামেলী সেনগুপ্ত চরিত্র অনুযায়ী যথাযথ অভিনয় করেছেন। দুটি নাটকের সুনির্দেশনার দায়িত্বে ছিলেন শঙ্খ ভট্টাচার্য এবং তিনি তার দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করেছেন। আবহে ছিলেন সৌমেন দত্ত।
শ্রদ্ধেয় অতুলপ্রসাদ সেনের মৃত্যুদিনকে স্মরণ করে দুটি শ্রুতি নাটককে দারুণভাবে মিলিয়েছেন অরিন্দম মুখোাধ্যায়।
এরপর থিয়েটার ফর ইউর নাটক প্রজাপতি হতে হতে শুরু হয়। কিশোরী বর্ণমালার চরিত্রে স্বাগতা সেন সুঅভিনয়ের স্বাক্ষর রেখেছেন। চমকে দিয়েছেন মাস্টারমশাইয়ের চরিত্রে সুব্রত ঘোষ। তিনি একসময় মঞ্চে নিয়মিত অভিনয় করতেন। মঞ্চে তার আবার ফিরে আসা সার্থক হয়েছে। নাটকটির সম্পাদনা এবং নির্দেশনায় কৃতিত্ব দেখিয়েছেন সুদীপ্ত ঘোষাল।
বর্ণমালার বাবা ও মায়ের চরিত্রে যথাক্রমে সুদীপ্ত ঘোষাল ও মণীষা সেনের অভিনয় যথাযথ। বর্ণমালার ডাক্তার দাদুর চরিত্রে প্রেমাঞ্জন দাশগুপ্ত সাবলীল অভিনয় করেছেন এবং লেখকের চরিত্রে আদিত্য মানানসই ছিলেন। মঞ্চনির্মাণে কৃতিত্ব দেখিয়েছেন অভিজিৎ নস্কর। মেকআপে সৌরভ ভট্টাচার্য এবং আবহে ছিলেন সন্দীপ মুখার্জি। বাবলু সরকারের আলো নাটকটিকে একটি কাঙ্খিত মাত্রায় পৌঁছতে যথেষ্ট সাহায্য করে। প্রজাপতি হতে হতে নাটকটি থিয়েটার ফর ইউর একটি ঈর্ষনীয় প্রযোজনা হয়ে উঠেছে।
আজকের সমস্ত প্রশ্নের উত্তর আগামীকাল প্রকাশিত হবে
ভারত – ৩
হংকং – ০
প্রাইমারী TET পরীক্ষা প্রস্তুতিতে আজ গণিত
ANM & GNM প্রস্তুতিতে আজ সাধারণজ্ঞান
ম্যাচের শেষে ফলাফল ৪-৬, ৪-৬
১৯তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতীয়দের দাপট অব্যাহত
আজ ফের দুপুর দেড়টা নাগাদ অটোরিকশা মিছিল করবেন আদিবাসী সম্প্রদায়রা , নতুন করে ফের যানজটের সম্ভাবনা শহরে
তাদের এই রুপোলী মুহূর্তে গর্বিত ১৪০ কোটি ভারতবাসী
সব মিলিয়ে এখনও পর্যন্ত ৭ টি সোনা এসেছে ভারতে
বিজেপির রাজ্য সভাপতি না আসা পর্যন্ত তালা বন্ধই থাকবে কার্যালয় , হুঁশিয়ারি কর্মীদের
বান্ধবী ভেবে অভিযুক্ত মহিলাকে বিশ্বাস করে লক্ষ লক্ষ টাকা ধার দিয়েছিলেন অন্য সেনা কর্মীরা স্ত্রীরা
আজ থেকেই সাগরে যাওয়ার জন্য মৎস্যজীবীদের নিষেধ করেছে আবহাওয়া দফতর
রাজভবনের পক্ষ থেকে এই পুরস্কারের নাম রাখা হয়েছে দুর্গাভারত সম্মান
হলুদ,চিনি,লেবু দিয়েই উজ্জ্বল করে তুলতে পারেন ঠোঁট
সপ্তর্ষিরা ব্রহ্মার শরীর থেকে জাত হয়নি, হয়েছেন তার মন থেকে , একারণে তাদের মানসপুত্র বলা হয়