নিজস্ব প্রতিনিধি , দার্জিলিং - একাধিক দাবিকে সামনে রেখে কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে মিছিল করে বিক্ষোভ করছে কৃষক সংগঠন। এবারে শিলিগুড়িতেও মিছিল করল অল ইন্ডিয়া কিষাণ ও খেত মজদুর সংগঠন।কৃষকদের ফসলের সহায়ক মূল্য এমএসপি আইনসঙ্গত , সার-বীজ-কীটনাশক সহ কৃষি উপকরণের দাম কমানো সহ একাধিক দাবিকে সামনে রেখে মিছিল করলো কৃষক সংগঠন।
মঙ্গলবার সারা ভারত ক্ষেত মজুর সংগঠনের পক্ষ থেকে উত্তরকন্যা অভিযানের ডাক দেওয়া হয়। এদিন কলকাতায় রাজভবন অভিযান ও শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযানের ডাক দেওয়া হয়েছিল। এই মিছিলে উত্তরবঙ্গের ৭টি জেলার প্রতিনিধিরা সামিল হয়। শিলিগুড়ির বাঘাযতীন ময়দানের সামনে কৃষকদের একাধিক দাবি নিয়ে বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়। এদিনই কৃষক সংগঠনের দাবি দিয়ে ৭ সদস্যের প্রতিনিধি দল উত্তরকন্যায় স্মারকলিপি জমা দেন।
পাশাপাশি বাঘাযতীন ময়দানের সামনে থেকে শুরু হয়ে হিলকার্ড রোড ধরে সারা ভারত কৃষক সংগঠনের একটি মিছিল সংগঠিত হয়। মিছিলটি শিলিগুড়ি শহরের জংশন এলাকায় গিয়ে শেষ হয়। কৃষক সংগঠনের এই মিছিলে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।
সারা ভারত খেতমজুর সংগঠন ও রাজ্য কমিটির সদস্য তথা কোচবিহার জেলা সভাপতি রুহল আমিন জানিয়েছেন , সমগ্র দেশের সংগঠনের পক্ষ থেকে আন্দোলন হচ্ছে। কৃষকদের বিভিন্ন দাবিকে কেন্দ্র করে শিলিগুড়িতে মিছিল ও উত্তরকন্যায় স্মারকলিপি প্রদান করা হল মঙ্গলবার।
মৃতদের মধ্যে রয়েছেন পুলিশের এক ডিএসপি পদমর্যাদার অফিসার
বিশ্বজুড়ে কোণঠাসা হয়ে যাচ্ছে কানাডা
চতুর্থস্থানে শেষ করেন স্বপ্নিল কুশলে
এখনো চলছে আগুন নেভানোর কাজ , জলবহুল এলাকায় এমন পলিথিনের গুদাম থাকা কি উচিত , প্রশ্ন স্থানীয়দের
আজকের সমস্ত প্রশ্নের উত্তর আগামীকাল প্রকাশিত হবে
ভারত – ৩
হংকং – ০
প্রাইমারী TET পরীক্ষা প্রস্তুতিতে আজ গণিত
ANM & GNM প্রস্তুতিতে আজ সাধারণজ্ঞান
ম্যাচের শেষে ফলাফল ৪-৬, ৪-৬
আগামী ২রা ও ৩রা অক্টোবর দিল্লির প্রতিবাদ কর্মসূচিতে আমি যোগ দেব , পারলে আমাকে আটকে দেখাক , কেন্দ্রকে পাল্টা চ্যালেঞ্জ অভিষেকের
১৯তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতীয়দের দাপট অব্যাহত
আজ ফের দুপুর দেড়টা নাগাদ অটোরিকশা মিছিল করবেন আদিবাসী সম্প্রদায়রা , নতুন করে ফের যানজটের সম্ভাবনা শহরে
তাদের এই রুপোলী মুহূর্তে গর্বিত ১৪০ কোটি ভারতবাসী
সব মিলিয়ে এখনও পর্যন্ত ৭ টি সোনা এসেছে ভারতে
বিজেপির রাজ্য সভাপতি না আসা পর্যন্ত তালা বন্ধই থাকবে কার্যালয় , হুঁশিয়ারি কর্মীদের