নিজস্ব প্রতিনিধি , বীরভূম – মুরারইতে রেল অবরোধের কারণে ভোগান্তিতে নিত্য যাত্রীরা। মুরারই নাগরিক কমিটির নেতৃত্বে রবিবার সকালে বীরভূমের মুরারই স্টেশনে চলে রেল অবরোধ। মুরারই স্টেশনে স্টপেজ বাড়ানো সহ একাধিক দাবিতে সকাল সাড়ে সাতটা নাগাদ শুরু হয় এই বিক্ষোভ। মুরারই ১নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূলের জয়ী প্রার্থী ফাল্গুনী সিংহকে এসে হম্বিতম্বি করতে দেখা যায়। ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ।
সূত্রের খবর , বিক্ষোভারীদের অভিযোগ করোনা পরিস্থিতির সময় মুরারই স্টেশনে বেশ কয়েকটি ট্রেনের স্টপেজ বাতিল করা হয়েছিলো। কিন্তু করোনা পরিস্থিতি কেটে যাওয়ার পরও এখনও পর্যন্ত আর বাড়ানো হয়নি সেই ট্রেন গুলির স্টপেজ। এদিন সকাল সাড়ে সাতটা থেকে মুরারই স্টেশনে চলে অবরোধ। মূলত মুরারই নাগরিক কমিটির নেতৃত্বে এদিন বিক্ষোভ অপরাধ শুরু হয়েছিল, কিন্তু পরে স্টেশন মাস্টারের ঘরে ঢুকে হম্বিতম্বি করতে দেখা যায় তৃণমূল নেত্রী ফাল্গুনী সিংহকে। প্যানেলে বসে থাকা রেল অফিসারদের বের করে দেয় বিক্ষোকারীরা। রেল অবরোধের ফলে ভোগান্তিতে নিত্য যাত্রীরা। অবরোধে জেরে আটকে রয়েছে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন। নলহাটি স্টেশনে আটকা বন্দে ভারত এক্সপ্রেস।
বোলপুর থেকে এক নিত্যযাত্রী জানিয়েছেন, "প্রায় ৪৫ মিনিট দাড়িয়ে আছি। আমি আগে দিয়ে জানতাম না এখনো এসে দেখছি ট্রেন লেট। প্রথমে ভেবেছিলাম এমনিই ট্রেন লেট। এখন শুনছি এই ব্যাপার। খুবই সমস্যায় পরতে হয় হয়ছে। কোনো অ্যানাউন্সমেন্টও করা হয়নি।"
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
সপ্তম দিনের শেষে ভারত রয়েছে চতুর্থ স্থানে
ইস্টবেঙ্গল – ২
হায়দরাবাদ এফসি – ১
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
সুতীর্থা ও ঐহিকাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
এইমস কল্যাণীতে বিভিন্ন পদে ১৩৭ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে শিক্ষানবিশ পদে ২৪৬ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
ESIC-তে প্যারামেডিক্যাল স্টাফ পদে ১০৩৮ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
অ্যাথলেটিক্সের দ্বিতীয় দিনে জয়জয়কার ভারতীয়দের
ঘটনার পর আপাতত বন্ধ রাখা হয়েছে টয় ট্রেন চলাচল
ভারত - ১০
পাকিস্তান - ২
হাসপাতালে ভর্তি হবার পর কারোর যেন মৃত্যু না ঘটে , ডেঙ্গু নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
ল্যাপটপ, মোবাইল ফোন, প্রিন্টার ও কার্ড সোয়াইপিং মেশিন বাজেয়াপ্ত করা হয়েছে