নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে জনসংযোগে বেরিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়।রাস্তায় নেমে জনসংযোগ সারছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হেঁটে গ্রামে-গ্রামে ঘুরে আমজনতার অভিযোগ শুনছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পৌঁছে যাচ্ছেন গ্রামবাসীদের ঘরে। এবার মধ্যাহ্নভোজও সারলেন তিনি। বাড়ির অন্যান্য বাসিন্দাদের সঙ্গে মাটিতে বসেই সারলেন দুপুরের খাওয়া-দাওয়া। আর তারপরেই ময়নাগুড়ির জনসভা থেকে কেন্দ্রের শাসকদল বিজেপিকে একের পর এক কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, "জলপাইগুড়িতে আমাদের ভাল ফল হয়নি। আলিপুরদুয়ারে ৫ আসনে হেরেছি। কোচবিহারে ৩ আসনে হেরেছি। কিন্তু যাদের জেতালেন, তারা কেন্দ্রের থেকে প্রাপ্ত বকেয়া অর্থ বন্ধ করে দিল।বাংলায় হেরে গেছে বলে, বাংলার টাকা বন্ধ করে দিল। বাংলা দেশের একমাত্র রাজ্য, যার টাকা জোরজবরদস্তি করে আটকে রেখেছে।"
অভিষেক আরও জানিয়েছেন, "মোদি সরকার টাকা আটকে রেখে দিয়েছে। প্রতিবাদ না করলে এভাবেই আপনাদের সমস্যায় পরতে হবে। বিজেপি দলটির মাথার চুল থেকে পায়ের নখ সবটাই দু'নম্বরি। এরা সাত-আটটা জেলে নিয়ে রাজ্য গড়বে ভেবেছিল। এমন আচরণ করেছিল ২০২১ সালে যেন বিজেপির শপথ নেওয়াটাই বাকি ছিল। আলাদা রাজ্য গড়ব যে সব বিজেপি নেতারা বলে চলেছেন, তাদের উদ্দেশ্য বলছি, মোদি-শাহ-নাড্ডা তাদের ইচ্ছামতো ব্লকে এসে বলুক আলাদা রাজ্য গড়বে আসলে আপনাদের মধ্যে বিভাজনের রাজনীতি গড়ছে।"
তিনি জানিয়েছেন, "গতকাল বনধের রাজনীতি দেখেছেন। বামেদের সেই বনধের রাজনীতি ফিরিয়ে আনতে চাইছে। মানুষ গতকাল রুখে দিয়েছে। ২০১৪ থেকে ২০১৯ সাল মোদি ক্ষমতায় থাকলেও টাকা আটকে রাখতে পারেনি বাংলার। কারণ ৩৪ সাংসদ ছিল তৃণমূলের। প্রাপ্য টাকা ফেরত চাই তো আপনাদের। জলপাইগুড়ি জেলা থেকে আপনারা আমাকে ৪ লক্ষ চিঠি দেবেন। দিল্লিতে আমি নিজে অর্নিদিষ্টকালীন ধর্নার বসব। আপনার অধিকারের টাকা দিল্লি থেকে ছিনিয়ে নিয়ে আসব।"
আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক লোকেশ রাহুল
শেষ পর্যন্ত পঞ্চায়েত অফিসের তালা ভেঙে বিরোধীদের ভিতরে ঢোকার ব্যবস্থা করলো পুলিশ
শাহরুখ খানের একটি ফ্যান ক্লাবের তরফে বেঙ্গালুরুর একটি হলের ভিডিও পোস্ট করা হয়
ওএমআর শিট নষ্ট করা ও জালিয়াতির অভিযোগ উঠেছে এই কোম্পানির নামে
একের পর এক শো বাতিল হওয়ার পরে এবার সরাসরি মুখ খুললেন গায়ক
রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৬
ফারুকের মুক্তিকে স্বাগত জানিয়েছে বিজেপি, কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লাহ
সনাতন ধর্ম ইস্যুতে বড়সড় পদক্ষেপ নিল দেশের শীর্ষ আদালত
শীঘ্রই রাজভবনের তরফে এই কমিটির সদস্যদের নাম সুপ্রিম কোর্টে জমা দেওয়া হবে , বার্তা রাজ্যপালের
মহিলা কন্সটেবলের উপরে হামলার ঘটনায় স্বতোঃপ্রণোদিত পদক্ষেপ করেছিল এলাহাবাদ হাই কোর্ট
রাজ্যসভায় মহিলা সংরক্ষণ বিলের বিপক্ষে কোনো ভোটই পরেনি
সার্চ কমিটিতে ভিন রাজ্যের কেউ থাকবেন কিনা, সেই নিয়ে জল্পনা জারি এখনো
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ
প্রাইমারী TET পরীক্ষা প্রস্তুতিতে আজ গণিত