নিজস্ব প্রতিনিধি , মুম্বই - তিনটি সম্পূর্ণ আলাদা প্রজন্মের নায়িকা তব্বু , করিনা কপূর ও কৃতি শ্যননকে এবারে একসঙ্গে দেখা যেতে চলেছে রিয়া কপূর পরিচালিত ছবি 'দ্য ক্রিউতে ' l দর্শকেরা তব্বু , করিনা কপূর ও কৃতি শ্যনননের জাতিকে একসাথে বড় পর্দায় দেখার জন্য মুখিয়ে আছেন l আগামী ২০২৩ সালের ফেব্রুয়ারি মাস থেকেই এই ছবির শুটিং শুরু হতে চলেছে বলে জানা যাচ্ছে l নির্মাতাদের প্রতিশ্রুতি তিন মূর্তির এই নয়া প্রজেক্ট আদ্যপ্রান্ত হাসির হতে চলেছে যা দর্শকদের অনেক ভালো লাগবে।
আগামী ২০২৩ সালের ফেব্রুয়ারি মাস থেকেই তব্বু , করিনা কপূর ও কৃতি শ্যননের 'দ্য ক্রিউ ' ছবির শ্যুটিং শুরু হবে l আমাজন প্রাইমে প্রচারিত ‘ভিরে দি ওয়েডিং’ ছবির প্রায় চার বছর পর ফের অনিল-কন্যা রিয়া কপূর ও একতা কপূরের যৌথ প্রযোজনায় এই তিন মূর্তিকে নিয়ে হাস্যরসাত্মক ও মহিলাকেন্দ্রিক একটি চলচ্চিত্র নির্মিত হতে চলেছে l এই ছবিতে একসাথে প্রথমবার এই ত্রয়ীকে দেখা যাবে যার জন্য দর্শকেরা প্রচন্ড ভাবে উৎসাহিত l
রাজেশ কৃষ্ণানের পরিচালিত এই ছবিটির মাধ্যমে বর্তমানে এয়ারলাইন্স ইন্ডাস্ট্রির দুরবস্থাকেই তুলে ধরা হবে l এই সিনেমাটি নিধি মেহরা ও মেহুল সুরির লেখা l এর বিষয়বস্তু হল তিনি মহিলা নিজেদের কাজের মাধ্যমে নিজেদের জীবন চালানোর আপ্রাণ চেষ্টা করেন থাকে সেইসঙ্গে একটি ঘটনাকে কেন্দ্র করে কিভাবে এই তিন কন্যার ভাগ্য সম্পূর্ণভাবে বদলে যাবে এই কাহিনীকে ভিত্তি করেই সিনেমাটি তৈরি হয়েছে l এই সিনেমাটি দেখানো হবে কিভাবে মিথ্যের জালে জড়িয়ে পড়ে এই তিন মূর্তির জীবনের গতি অন্যদিকে মোড় নেবে।
বুধবার সোনাম কাপুর তার ইন্সট্রাগ্রামে বিখ্যাত ম্যাগাজিন "ভোগে" প্রকাশিত তিন মূর্তির একটি ছবি সহ এই ছবির কথা ঘোষণা করে l পোস্টটি শেয়ার করে সোনাম লেখেন , তার প্রিয় কাহিনীকার তিন বছরের স্বপ্ন ,পরিকল্পনা ও লেখা অবশেষে এই ছবিটির মাধ্যমে বাস্তবে রূপায়িতো হতে যাচ্ছে যেখানে তার স্বপ্নের কাস্টকে একত্রে অভিনয় করতে দেখা যাবে l সেইসঙ্গে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে এই ছবির শ্যুটিং শুরু হবে বলে জানিয়েছেন তিনি l
ছবিটি সম্পর্কে বলিউডের পু অর্থাৎ সকালের প্রিয় করিনা জানিয়েছেন, "ভিরে দি ওয়েডিং" তার হৃদয়ে একটি বিশেষ স্থান দখল করে রয়েছে l রিয়া ও একতার সাথে কাজ করার পুরো জার্নিটাই তার কাছে সম্পূর্ণ অবিশ্বাস্য বলে মনে হয়েছিলো l তাই রিয়া যখন তার নতুন প্রকল্প দ্য ক্রু নিয়ে তার কাছে এসেছিল তখন তিনি বেশ কৌতুহলী হয়ে পড়েছিলেন l এছাড়া এই ছবির হাত ধরেই তিনি দুই বিশিষ্ট অভিনেত্রী তাব্বু ও কৃতির সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারবেন ভেবেই তিনি যথেষ্ট খুশি হয়েছেন l
অভিনেত্রী কৃতি শ্যনন জানিয়েছেন , তিনি সবসময় শক্তিশালী চরিত্র এবং একটু অন্য ধাঁচের গল্পের জন্য অপেক্ষা করেন l তিনি সিনেমাটিতে দুই পাওয়ার হাউস টাব্বু ম্যাম ও করিনা ম্যামের সঙ্গে কাজ করতে পেরে রোমাঞ্চিত হয়েছেন l
রিয়া তাঁর এই নতুন ছবির প্রসঙ্গে বলেন, তব্বু ও করিনাকে এক ছবিতে পাওয়া তার কাছে স্বপ্নের মতো। আর কৃতি ভীষণ সৎ এক জন মানুষ। এই ছবিতে ওর চরিত্রটার জন্য তিনি এমনই কাউকেই খুঁজছিলেন। তিনি ভীষণ রকম উত্তেজিত ও তার খানিকটা ধুকপুকানিও হচ্ছে। তবে তিনি ছবিটা নিয়ে অনেকখানিই আশাবাদী তাই এখন তিনি শুধুমাত্র অপেক্ষা করছেন শ্যুটিং শুরু হওয়ার।’
পুর মাতা-পিতার উপস্থিতিতে সম্পন্ন হল দুয়ারে ক্যাম্পের প্রথম দিন
আগামী ১৬-১৭ এপ্রিলের মধ্যে চম্পট হওয়া টাকা অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায় ফেরত পাবেন , আশ্বস্ত ব্যাঙ্ক কর্তৃপক্ষের
এপ্রিল ফুল বানাতে চলে এসেছেন , ক্ষমা চাওয়ার পরেও কটাক্ষের মুখে উরফি
প্রিয়াঙ্কার স্বামী নিক জোনাসের সঙ্গেও বেশ কিছুক্ষণ কথা বললেন করণ
সিরিয়ালের ছবি দিয়ে এপ্রিল ফুল করা হচ্ছে , বুঝতে পেরেছি হুমমমমমমমম , দাবি ভক্তদের
আপনি খুব ভাল মানুষ , শিক্ষককে প্রভাবিত করার চেষ্টা দেখে হেসে কুটোপুটি খেলো নেটপাড়া
খুব দ্রুতই ছাদনাতলায় বিয়ের পিঁড়িতে বসবেন অঙ্কুশ-ঐন্দ্রিলা
ছবিতে কার্তিকের নায়িকা হিসেবে দেখা যেতে পারে সারা আলি খানকে
আজ গোটা দিন ধরে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা , একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা
দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির ইকো-সিস্টেম, নৈতিকতা, মূল্যবোধ, শৃঙ্খলা সবকিছুই হিন্দি সিনেমার থেকে অনেক এগিয়ে , দাবি কাজলের
দেবের জোড়া প্রশ্নের উত্তর দিলেন রেলমন্ত্রী
যদি সাজানো ঘটনাই হত, তা হলে কি সরকার জড়িয়ে পরতো , পাল্টা প্রশ্ন অভিনেত্রীর
সারা বিশ্বের শত শতদের মধ্যে ক্রিশ্চিয়ান ডিওর মডেল হিসাবে নির্বাচিত হয়ে মাত্র ১৮ তেই র্যাম্পে হেঁটেছেন অবিশ্বাস্য আত্মবিশ্বাস নিয়ে , উচ্ছাসিত বার্তা সৃজিতের
এই মামলা হয় বিচারপতি নিতিন জামদার এবং অভয় আহুজার ডিভিশন বেঞ্চে
সন্তানের কথা ভেবে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে আরেকবার ভাবতে নির্দেশ নাওয়াজ-আলিয়াকে