নিজস্ব প্রতিনিধি , কলকাতা - কখনও রাজনীতি নিয়ে মন্তব্য করে বা কখনও টলিপাড়ারই কোনও নায়ক-নায়িকাকে নিয়ে। তবে শ্রীলেখার মজার ছলে বলা কিছু কিছু কথাও ভাইরাল হয়। সম্প্রতি এক সাক্ষাৎকার ভাইরাল হয়েছে অভিনেত্রী শ্রীলেখা মিত্রর। যেখানে তাকে রাখতে দেখা গেল বিয়ের জন্য একগুচ্ছ শর্ত। যেখানে তাকে বলতে শোনা গিয়েছে, বিয়ের জন্য ‘একজনে হবে না, চারজন লাগবে’।
শ্রীলেখা মিত্রকে কেমন ছেলে পেলে বিয়ে করবেন প্রশ্ন করা হলে জবাব আসে, ‘পয়সাওয়ালা হতে হবে। আর আমি স্ট্রাগলার চাই না। দেখতে ভালো হতে হবে। মানে বডি বিল্ডার টাইপস নয়। ইন্টেলিজেন্টলি গুড লুকিং হতে হবে, পড়াশোনা জানা। আমার এক্স হাজবেন্ড কিন্তু এরকম। সেই বেঞ্চমার্ক টপকাতে হবে। সিনেমা নিয়ে পাগল হতে হবে বল না, তবে হ্যাঁ এরকম হতে হবে যার সঙ্গে সিনেমা নিয়ে আলোচনা করতে পারি।
আর সঙ্গে খুব বেশি পজিসিভ হলে চলবে না। ওই কে ফোন করল, কেন ফোন করল প্রশ্ন করা চলবে না সব সময়। আমি ওয়ান ম্যান উওম্যান। সেই বিশ্বাসটা করতে হবে।’এরপরই অভিনেত্রী নিজের বক্তব্য জুড়ে দেন, ‘ওই যে বললাম অনেক কিছু চাই। একজনের মধ্যে কখনোই পাব না। তাই আমার চারজন লাগবে। যাই হোক ওই যে বললাম পেলও ভালো আর না পেলেও ভালো।’
উল্লেখ্য , ২০০৩ সালে শ্রীলেখা বিয়ে করেন শিলাদিত্য সান্যালকে। ২০১৩ সালে তাদের ডিভোর্স হয়। অভিনেত্রী মেয়ে মাইয়ার বয়স বর্তমানে ১৭। তবে বিয়ে না টিকলেও, দুজনে মিলেই বড় করে তুলেছেন মেয়েকে। এছাড়াও এর আগে বাংলাদেশের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শ্রীলেখাকে বলতে শোনা গিয়েছে, ‘আমি এমন কাউকে বিয়ে করব না যে বিবাহিত। আমি হোম ব্রেকার নই। আমার তাই এমন পুরুষ পছন্দ যে ভরসা যোগ্য, সিঙ্গেল। বিয়ের পর আমি দু এক জনের সঙ্গে প্রেম করেছি যারা আমার থেকে বয়সে ছোট ছিল।’