নিজস্ব প্রতিনিধি , কলকাতা - কখনও রাজনীতি নিয়ে মন্তব্য করে বা কখনও টলিপাড়ারই কোনও নায়ক-নায়িকাকে নিয়ে। তবে শ্রীলেখার মজার ছলে বলা কিছু কিছু কথাও ভাইরাল হয়। সম্প্রতি এক সাক্ষাৎকার ভাইরাল হয়েছে অভিনেত্রী শ্রীলেখা মিত্রর। যেখানে তাকে রাখতে দেখা গেল বিয়ের জন্য একগুচ্ছ শর্ত। যেখানে তাকে বলতে শোনা গিয়েছে, বিয়ের জন্য ‘একজনে হবে না, চারজন লাগবে’।
শ্রীলেখা মিত্রকে কেমন ছেলে পেলে বিয়ে করবেন প্রশ্ন করা হলে জবাব আসে, ‘পয়সাওয়ালা হতে হবে। আর আমি স্ট্রাগলার চাই না। দেখতে ভালো হতে হবে। মানে বডি বিল্ডার টাইপস নয়। ইন্টেলিজেন্টলি গুড লুকিং হতে হবে, পড়াশোনা জানা। আমার এক্স হাজবেন্ড কিন্তু এরকম। সেই বেঞ্চমার্ক টপকাতে হবে। সিনেমা নিয়ে পাগল হতে হবে বল না, তবে হ্যাঁ এরকম হতে হবে যার সঙ্গে সিনেমা নিয়ে আলোচনা করতে পারি।
আর সঙ্গে খুব বেশি পজিসিভ হলে চলবে না। ওই কে ফোন করল, কেন ফোন করল প্রশ্ন করা চলবে না সব সময়। আমি ওয়ান ম্যান উওম্যান। সেই বিশ্বাসটা করতে হবে।’এরপরই অভিনেত্রী নিজের বক্তব্য জুড়ে দেন, ‘ওই যে বললাম অনেক কিছু চাই। একজনের মধ্যে কখনোই পাব না। তাই আমার চারজন লাগবে। যাই হোক ওই যে বললাম পেলও ভালো আর না পেলেও ভালো।’
উল্লেখ্য , ২০০৩ সালে শ্রীলেখা বিয়ে করেন শিলাদিত্য সান্যালকে। ২০১৩ সালে তাদের ডিভোর্স হয়। অভিনেত্রী মেয়ে মাইয়ার বয়স বর্তমানে ১৭। তবে বিয়ে না টিকলেও, দুজনে মিলেই বড় করে তুলেছেন মেয়েকে। এছাড়াও এর আগে বাংলাদেশের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শ্রীলেখাকে বলতে শোনা গিয়েছে, ‘আমি এমন কাউকে বিয়ে করব না যে বিবাহিত। আমি হোম ব্রেকার নই। আমার তাই এমন পুরুষ পছন্দ যে ভরসা যোগ্য, সিঙ্গেল। বিয়ের পর আমি দু এক জনের সঙ্গে প্রেম করেছি যারা আমার থেকে বয়সে ছোট ছিল।’
পদক জয় করে আনা দেশের গর্বিত খেলোয়াড়দের সঙ্গেই নিকৃষ্টতম ব্যাবহার , তীব্র ক্ষোভ প্রকাশ নীরজ চোপড়া সহ ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীরও
কাকে কি করতে হবে এটা বলা বন্ধ করুন , জায়রাকে পাল্টা খোঁচা নেটিজেনদের
গান্ধীবাদীরা তার সঙ্গে যেটা করেছেন সাভারকরকে নিয়ে দয়া করে সেই এক জিনিস করবেন না , দাবি স্বস্তিকার
ছবির পরিচালনা করছে খোদ রণদীপ হুডা নিজেই
জমিতে ভালো ফসল ফলানোর আশায় জেলা জুড়ে পালন করা হলো রোহিণী উৎসব
সিরিয়ালের ফাঁকে লুকিয়ে আন্দামানে প্রি-হানিমুন , শ্রীমার উপর চটলেন নেটপাড়া
দুই সন্তান আথিয়া আর অহানের কথা ভেবেই নেপানসিয়া রোড ছেড়ে চলে আসি , দাবি সুনীল শেট্টির
আমার সংসদ আমার অহংকার , মোদিকে ট্যুইট করে বার্তা বাদশার
বলিউডে পা রাখতেই টলিউডকে ভুলে গেলেন প্রসেনজিৎ
এইটুকু বলতে পারি, আমার পরের গন্তব্যের নাম নতুন অভিজ্ঞতা , বার্তা সৌমকের
পরকীয়ার বিবাদ ভুলে নতুন করে প্রেমিককে আপন করে নিতে চলেছে ইপ্সিতা মুখার্জি
মাটির তলা থেকে বেরিয়ে আসা জৈন ধর্মের অতি প্রাচীন মূর্তি চুরি করে আমাদের বিশ্বাস নিয়ে খেলা করেছে , তীব্র ক্ষোভ প্রকাশ দিগম্বর জৈনের
পরিচালক অসুস্থ , আপাতত বন্ধ ছবির প্রচার কাজ
নিজের টাকা খরচ করে হল ভাড়া করুন , লাল গালিচা বিছিয়ে দিন , লোকজন নিয়ে গিয়ে ফটো তুলুন , এটাই কান উৎসব , বিস্ফোরক মন্তব্য নাওয়াজের
আগামী ৩০ শে মে দুপুর ১২টার মধ্যে পরিচালককে আমহার্স্ট স্ট্রিট থানায় হাজিরার নির্দেশ