বাংলাদেশে একমাসে ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৩৯৬ জন

অক্টোবর ০১, ২০২৩ দুপুর ০১:৫৬ IST
65191e92a4483_Screenshot_2023-10-01-12-53-28-82_680d03679600f7af0b4c700c6b270fe7

নিজস্ব প্রতিনিধি, ঢাকা - ডেঙ্গুর প্রকোপে কাপছে বাংলাদেশ। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে গোটা দেশে বাড়ছে ডেঙ্গু রোগী ও মৃতের সংখ্যা। গত ৩০ দিনেই ডেঙ্গুতে ৩৯৬ জনের মৃত্যু এবং ৭৯ হাজার ৫৯৮ জন আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যে দেশের ইতিহাসে ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এই সময় বিশেষজ্ঞরা সকলকে সাবধানে থাকার পরামর্শ দিচ্ছেন।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৫৬৬ জন এবং মারা গেছেন ছয়জন। ফেব্রুয়ারীতে আক্রান্ত ১৬৬ জন এবং মৃত্যু তিনজনের। মার্চে কারও মৃত্যু না হলেও ১১১ জন আক্রান্ত হয়েছেন। এপ্রিলে দুইজনের মৃত্যু এবং ১৪৩ আক্রান্ত হয়েছেন। মে মাসে এক হাজার ৩৬ জন আক্রান্ত এবং ২ জনের মৃত্যু হয়েছে।

এছাড়াও এই পাঁচ মাসে ডেঙ্গুতে ১৩ জনের মৃত্যু এবং দুই হাজার ২২ জন আক্রান্ত হয়েছিলেন। কিন্তু জুন মাস থেকে ডেঙ্গুর প্রকোপ যেনও ভয়াবহ রূপ ধারণ করেছে। জুনে ৩৪ জনের মৃত্যু এবং ৫ হাজার ৯৫৬ জন আক্রান্ত হয়েছেন। জুলাইয়ে ২০৪ জনের মৃত্যু এবং ৪৩ হাজার ৮৫৪ জন আক্রান্ত হয়েছেন। আগস্টে ৩৪২ জনের মৃত্যু এবং ৭১ হাজার ৯৭৬ জন আক্রান্ত হয়েছেন। সেপ্টেম্বরে ৩৯৬ জনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছেন ৭৯ হাজার ৫৯৮ জন।

ভিডিয়ো

Kitchen accessories online