প্রাতঃভ্রমণে নির্বাচনী প্রচার, বিজেপি প্রার্থী শঙ্করের

মার্চ ২৬, ২০২১ দুপুর ০৩:৫৫ IST
605da10846a85_WhatsApp Image 2021-03-26 at 2.07.52 PM

নিজস্ব প্রতিনিধি, দার্জিলিং - পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পঞ্চম দফায় ভোট হবে দার্জিলিঙে। সকাল সকালই ভোটের প্রচারে বেরোলেন শিলিগুড়ি বিধানসভার বিজেপি প্রার্থী শংকর ঘোষ।

শুক্রবার সকালে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের সূর্যনগর মাঠে, প্রাতঃভ্রমণে বেরোনো মানুষদের সাথে জনসংযোগ করেন। প্রাতঃভ্রমণে আসা জনসাধারণের সাথে কথা বলে, হাতজোড় করে, শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে নির্বাচনী প্রচার করেন তিনি।

বিজেপি প্রার্থী শংকর ঘোষ সদ্য সিপিএম দল ত্যাগ করে যোগদান করেছে বিজেপিতে। বিজেপিতে যোগদান করার পরই শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থীপদে মনোনীত হয়েছেন তিনি।

বিধানসভা নির্বাচনে, শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে  হাড্ডাহাড্ডি লড়াই গুরু-শিষ্যের। শঙ্করের রাজনৈতিক গুরু তথা সিপিআইএম প্রার্থী অশোক ভট্টাচার্যও  শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন। অন্যদিকে, তৃণমূলের প্রার্থী হয়েছে ওমপ্রকাশ মিশ্রা এবং নির্দল প্রার্থী নান্টু পাল।

ভিডিয়ো