নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার - হাতে গোনা কয়েকটা দিন বাকি আলিপুরদুয়ার বিধানসভা ভোটের। প্রচারে নেমে পড়েছে আলিপুরদুয়ারের প্রার্থীরা। জেতার জন্য মরিয়া সব দলই।
বুধবার ডিজে এবং ব্যান্ডপার্টি বাজিয়ে মহা শোভাযাত্রা মাধ্যমে জনসংযোগ সারলেন আলিপুরদুয়ারের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌরভ চক্রবর্তী। সঙ্গে ছিলেন তার স্ত্রী ও প্রচুর তৃনমুল কংগ্রেস কর্মী। ছিল অসংখ্য মহিলা কর্মী সমর্থকও। মিছিলটি আলিপুরদুয়ারের শোভাগঞ্জ থেকে শুরু করে বক্সা ফিডার রোড ধরে আলিপুরদুয়ার ফ্লাই ওভারের কাছে শেষ হয়।
এই মিছিলে কর্মীদের পাশাপাশি দারুন উৎসাহ দেখা গেছে সাধারণ জনগণের মধ্যে। আলিপুরদুয়ারের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌরভ চক্রবর্তী বলেন,"সেলিব্রিটি ছাড়াই আজকের এই মিছিলে প্রচুর মানুষ অংশ গ্রহণ করেছে।"
এছাড়াও নির্বাচনে জেতার ব্যাপারে আশাবাদী বলেও জানান তিনি।