নিজস্ব প্রতিনিধি, বীরভূম – মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে শোকজ করল নির্বাচন কমিশন। আজ রাতের মধ্যেই শোকজের জবাব দিতে হবে অনুব্রত মণ্ডলকে। বীরভূম জেলা প্রশাসনের মাধ্যমে এই নোটিশ পাঠানো হয়েছে। আপত্তিকর মন্তব্যের জন্যই অনুব্রতকে শোকজ করেছে কমিশন।
ভোটপ্রচারে একাধিক সভায় একাধিক বিতর্কিত মন্তব্য করেছেন অনুব্রত মন্ডল। কখনও অনুব্রতর মুখে শোনা গেছে “ভয়ঙ্কর খেলা হবে” আবার কখনও তিনি বলেছেন “খেলা হলে নির্বাচন কমিশনার রেফারি থাকবে”- এর মত একাধিক বিতর্কিত মন্তব্য করেছেন অনুব্রত। এইবার অনুব্রত মুখে শোনা যায় “ঠেঙিয়ে পগার পার করে দেব” এ রকম বিতর্কিত মন্তব্য মূলত এই বক্তব্যের জন্যই অনুব্রতকে শোকজ করেছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের অ্যাপের মাধ্যমেই অনুব্রতর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। তারপরেই অনুব্রতকে শোকজ করে কমিশন। ঘটনাচক্রে মঙ্গলবারই অনুব্রত মন্তব্য করেছিলেন, শীতলকুচি কাণ্ড নিয়ে দিলীপ ঘোষের মতো বিজেপি নেতারা যে মন্তব্য করেছেন, তা তিনি করলে তাঁকে সঙ্গে সঙ্গে নজরবন্দি করা হত। এই মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই অনুব্রতকে শোকজ করল কমিশন।
প্রসঙ্গত, মঙ্গলবার শীতলকুচি কাণ্ডে দিলিপ ঘোষের মন্তব্যের পরিপ্রেক্ষিতে তাকেও শোকজ করে নির্বাচন কমিশন।