নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া - বেশ কিছুদিন বন্ধ থাকার পর ফের পুরুলিয়ায় ঝাড়খন্ড থেকে ঢুকলো দুটি হাতির দল। বাঘমুন্ডি থানার ঝাড়খণ্ড লাগোয়া তুন্তুরি সুইসা অঞ্চলের গাগী গ্রামে গতকাল সকালে ঝাড়খণ্ড থেকে প্রবেশ করা দুই হাতির দলের আতঙ্কে এলাকার কৃষকরা।
নরোত্তম কুইরী জানান, “যে গত তিন চার মাস আমাদের এলাকায় হাতির আবির্ভাব দেখা যায়নি, কিন্তু কালকে সকাল বেলায় হটাৎ ঝাড়খন্ড সুবর্ণরেখা নদী পার করে প্রাথমিক বিদ্যালয়ের সামনে ছোট্ট জঙ্গলের মধ্যে বসে আছে হাতি গুলি।”
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তারা দুটি হাতিকে পাই এলাকায় ঘোরাঘুরি করতে দেখেছে। অবশ্য ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
কালিমাটি বনদপ্তরের পক্ষ থেকে জানা গিয়েছে, হাতিকে তাড়ানোর জন্য তারা চেষ্টা করে যাচ্ছেন। তাদের গতিবিধি নজর রাখা হচ্ছে। তবে শুক্রবার সকাল থেকে হাতি গুলি আর তেমন দেখা যায়নি।