নিজস্ব প্রতিনিধি , দিল্লি - সম্প্রতি হিমাচল প্রদেশের নির্বাচন সমাপ্ত হয়েছে। অপরদিকে আসন্ন গুজরাতের বিধানসভা নির্বাচন। এই দুটি রাজ্যেই ক্ষমতায় রয়েছে বিজেপি। এই ডাবল ইঞ্জিন সরকারকে সামনে রেখেই এই দুটি রাজ্যে নির্বাচনী প্রচার চালাচ্ছে বিজেপি। তারা জনগণকে বোঝানোর চেষ্টা করছে যে কেন্দ্র ও রাজ্যে একই সরকার থাকলে তা রাজ্যের উন্নতিকে ত্বরান্বিত করে। সেই কথাকেই ফের মনে করিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মঙ্গলবার কেন্দ্রীয় সরকার আয়োজিত দ্বিতীয় 'রোজগার মেলা'য় ৭১,০০০ জনেরও বেশি যুবককে নিয়োগ পত্র দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। এছাড়াও তিনি বলেছেন, "গত এক মাসে শুধুমাত্র কেন্দ্রশাসিত অঞ্চল এবং এনডিএ-শাসিত রাজ্যগুলিতে হাজার হাজার যুবককে নিয়োগপত্র দেওয়া হয়েছে। এটি হল ডাবল ইঞ্জিন সরকারের সুবিধা। যুবকদের কাছে নিয়োগপত্র হস্তান্তরের এই প্রচারাভিযান চলতে থাকবে।"
আজ প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন ৭১,০৫৬টি নিয়োগপত্র বিতরণ করেন। গুজরাত এবং হিমাচল প্রদেশ ব্যতীত যেখানে মডেল কোড অফ কন্ডাক্ট কার্যকর রয়েছে সেখানে ৪৫ টি স্থানে নিয়োগপত্র গুলি হস্তান্তর করা হয়েছে।
এদিনের সভা থেকে মোদি জানিয়েছিলেন, "গত এক মাসে শুধু মহারাষ্ট্র এবং গুজরাতে হাজার হাজার নিয়োগপত্র দেওয়া হয়েছে। কয়েকদিন আগে, উত্তরপ্রদেশ সরকারও বেশ কয়েকজন যুবককে নিয়োগপত্র দিয়েছে। জম্মু ও কাশ্মীর, লাদাখ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, দাদরা এবং নগর হাভেলি, দমন ও দিউ এবং চন্ডিগড়েও রোজগার মেলার আয়োজন করা হয়েছে এবং সেখানে হাজার হাজার যুবককে চাকরি দেওয়া হয়েছে।"
প্রধানমন্ত্রীর মতে, তরুণরা দেশের সবচেয়ে বড় শক্তি। সরকার তাদের প্রতিভা যাতে জাতি গঠনে কাজে লাগাতে পারে তা নিশ্চিত করার জন্য সর্বাত্মক চেষ্টা করছে। সেই লক্ষ্যেই গোয়া এবং ত্রিপুরার সরকার ২৪ ও ২৮ শে নভেম্বর রোজগার মেলার আয়োজন করেছিল।
ভারত - ১০১/৪ (১৯.৫)
নিউজিল্যান্ড - ৯৯/৮ (২০)
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ইতিমধ্যেই তদন্তের দায়িত্ব নিয়েছে রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চ
বিটিং দ্য রিট্রিটের অনুষ্ঠানে ছিল একাধিক চমক
ভারত - ৬৯/৩ (১৪)
ইংল্যান্ড - ৬৮ (১৭.১)
ব্যবসায়ীক মতবিরোধের জেরেই খুন , স্বীকারোক্তি খোদ হত্যাকারীর
কিছুমানুষ দলকে কালিমালিপ্ত করার জন্য সর্বদাই চেষ্টা চালিয়ে যাচ্ছে , দাবি তৃণমূলের
ম্যাচের শেষে ফলাফল ৬-৩, ৭-৬ (৭-৪), ৭-৬ (৭-৫)
তৃণমূলের পতাকা ছেড়ার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে
গ্রামের বাইরেই পা রাখেনি , সেই মাকে গোটা সিঙ্গাপুর ঘোরালেন ছেলে
দুজনের অবস্থা অতি আশঙ্কাজনক , ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখছেন বন বিভাগ
গ্রেফতার ১ দুষ্কৃতী
আপনাদের আশীর্বাদে আমি এমপি হয়ে আসলে অবশ্যই এখানকার উন্নতির চেষ্টা করব , আশ্বাস হিরো আলমের
একদিনে ১০০ সেতু , ১০০ সড়ক কোনো সরকার করতে পেরেছে , দেশবাসীর কাছে দাবি হাসিনার
ইতিমধ্যেই অভিযুক্ত তৃণমূল নেতা সহ ৭ জনকে আটক করেছে পুলিশ