এনজেপি স্টেশনে বহিরাগত শ্রমিকদের দিয়ে কাজ , প্রতিবাদে বিক্ষোভ তৃণমূল ট্রেড ইউনিয়নের

জানুয়ারী ৩১, ২০২৩ দুপুর ১১:২৬ IST
63d856bbc57d0_IMG_20230131_050915

নিজস্ব প্রতিনিধি , দার্জিলিং - নিউ জলপাইগুড়ি রেল স্টেশনকে আধুনিক সরঞ্জাম দিয়ে সুসজ্জিত করতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জোর কদমে কাজ চললেও সেখানে স্থানীয় ঠিকা শ্রমিকদের না নিয়ে বহিরাগত শ্রমিক নিয়োগের ফলে সোমবার স্টেশন চত্বরে ভারতীয় জাতীয় তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের নেতৃত্বে বিক্ষোভে সামিল হয় নিউ জলপাইগুড়ি জাতীয়তাবাদী রেলওয়ে ঠিকা শ্রমিক সংগঠন।

বইটি ক্রয় করতে লিঙ্কে ক্লিক করুন

স্থানীয় সূত্রে জানা গেছে , দীর্ঘদিন ধরেই বহিরাগত শ্রমিকদের নিয়ে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনকে সুসজ্জিত করার কাজ শুরু হয়েছে। যেখানে স্থানীয় ঠিকা শ্রমিক সংগঠনে পাঁচশো শ্রমিক রয়েছে সেখানে বাইরে থেকে শ্রমিক নিয়ে এসে কাজ করানোর বিরোধিতা করে ভারতীয় জাতীয় তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের নেতৃত্বে বিক্ষোভ দেখায় স্থানীয় শ্রমিকরা। এর আগেও ডেপুটেশন জমা দেওয়া হলেও কোনো কাজ না হওয়ায় সোমবার ফের বিক্ষোভ দেখায় তারা। তবে তারা স্টেশন চত্বরে কাজ বন্ধ করে বিক্ষোভ করবে না। শান্তিপূর্ণভাবে যাতে তাদের দাবি মানা হয় সে বিষয়ে চেষ্টা চালিয়ে যাওয়া হবে বলে জানান বিক্ষোভকারীরা।

বিক্ষোকারীদের হয়ে শ্রমিক সংগঠনের এনজেপি শাখার সভাপতি সুজয় সরকার জানান,"মডেল এনজিপি তৈরি করার জন্য উদ্যোগী হয়েছে কেন্দ্র সরকার। তার কাজও শুরু হয়েছে, তবে স্থানীয় ঠিকা শ্রমিক  নিয়োগ না করে বহিরাগত ঠিকা শ্রমিক নিয়োগ করা হচ্ছে। সেই কারণে স্থানীয় শ্রমিক  নিয়োগের দাবি জানিয়ে রেলের কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভে সামিল হয়েছি। আগামীতে যদি তাদের দাবি না মানা হয় তাহলে শান্তিপূর্ণভাবেই আন্দোলন চালিয়ে যাবো কারণ আমরা উন্নয়ন চাই। তাই উন্নয়নের কাজে কখনোই বাঁধা হয়ে দাঁড়াবো না।"

ভিডিয়ো

Kitchen accessories online