নিজস্ব প্রতিনিধি , মুম্বাই - গত ২৫শে জানুয়ারি অর্থাৎ বুধবার বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে শাহরুখ- দীপিকা অভিনীত পাঠান ।আজ মুক্তির পাওয়ার পর তিনদিন, তিন দিনেই রেকর্ড সংখ্যক আয় করেছে এই সিনেমা। এমনকি সপ্তাহন্তেই কেজিএফ টুয়ের রেকর্ড ব্রেক করেছে শাহরুখের পাঠান। প্রথম দুই দিনে পাঠান বক্স অফিসে ১৩০ কোটি টাকা আয় করেছে যা বিশ্বব্যাপী একটি রেকর্ড।
বক্স অফিস ইন্ডিয়ার একটি প্রতিবেদন মারফত জানা গেছে, জাতীয় ছুটি থাকায় দ্বিতীয় দিনে পাঠান বক্স অফিসে রাজ করেছে এটা বলাই যায়।পাঠানের তৃতীয় দিনে আয় হয়েছে ৩৫ থেকে ৪০ কোটি টাকা। যদিও গত শুক্রবার কর্মব্যস্ত দিন হওয়ায় সেই পরিমাণ কিছুটা হ্রাস পেয়েছে। আগামী সপ্তাহন্তে ছবিটির কালেকশন বক্স অফিসে আরো ঊর্ধ্বমুখী হবে বলে আশ্বাস রাখা হয়েছে। মোট ১৬০ কোটি আয় হবে বলেই আশ্বাস রেখেছেন বক্স অফিস ইন্ডিয়া।
সেই পরিপ্রেক্ষিতে আরও জানা গেছে, আগামীকাল অর্থাৎ রবিবার ২৫০ কোটি টাকা আয় করবে পাঠান। আর এই রেকর্ড যদি করতে পারে তবে হিন্দি সিনেমা অর্থাৎ বলিউড ইন্ডাস্ট্রিতে একটি মাইলফলক হবে।
এই বিষয়ে সিনেমার পরিচালক সিদ্ধার্থ আনন্দ জানান, পাঠান' ইতিহাসের একটি চিত্রনাট্য',ঠিক এই পরিমাণ লাভের আশা কোনদিন পরিকল্পনাও করা যায় না । তার কথায়,"এই মুহূর্তে আমি অবিশ্বাস্য অনুভব করছি, শাহরুখের ফিল্ম সিটে ফিরে আসার পর দর্শকদের জন্য কিছু নতুন তৈরির চেষ্টা করেছিলাম তাতে হয়তো সফল হয়েছি।...আমার জন্য এই সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ, সকল কঠোর পরিশ্রমের বৈধ সংখ্যা এটি। এই বিষয়টি আমি সমগ্র সিনেমার কাস্ট ও সহকর্মীদের সঙ্গে শেয়ার করছি"।
গত কয়েক মাস ধরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে থেকেছে ‘পাঠান’। ‘বেশরম রং’ মুক্তির পর এই ছবির গায়ে ‘হিন্দু বিরোধী’ তকমা সাঁটার চেষ্টা চলেছে, বিতর্কের আঁচ ঠাণ্ডা করতে সিবিএফসি-র কাঁচিও চলেছে পুরোদমে। তবে সবকিছুকে ছাপিয়ে গেল শাহরুখের প্রতি তার ফ্যানেদের ভালোবাসা।
মাল্টিপ্লেক্সে আজ পর্যন্ত প্রথম দিন আয়ের নিরিখে সবার আগে ছিল কেজিএফ চ্যাপ্টার ২ (২২.১৫ কোটি), তারপর ‘ওয়ার’ (১৯.৬৭) ও‘ঠগস অফ হিন্দুস্তান’ (১৮ কোটি)। আর এই পরিসংখ্যান গোটা দিনের। পাঠানের হাতে আরও কয়েকদিন রয়েছে নিজের রেকর্ডকে আরও মজবুত করবার।
এদিকে,একের পর এক ফ্লপের ভারে জর্জরিত শাহরুখ খান ‘জিরো’র ২০১৮ সালের ডিসেম্বরে মুক্তির পর লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়া থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। দীর্ঘ চার বছর পর ২০২১ সালের নভেম্বর মাসে ‘পাঠানের শ্যুটিং শুরু করেন শাহরুখ। ছবির আনুষ্ঠানিক ঘোষণা করতে আরও লম্বা সময় লাগিয়েছেন কিং খান। শাহরুখের রাজকীয় প্রত্যাবর্তনের অপেক্ষায় ছিল ভক্তরা, সমালোচকরা আগেই বলেছিলেন ‘পাঠান’ শাহরুখের কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ছবি হতে চলেছে, বক্স অফিসে এই ছবি না-টিকলে তা বড় সেট ব্যাক হত শাহরুখের। তাই নিঃসন্দেহে ‘পাঠান’ নিঃসন্দেহে সুপারস্টার শাহরুখের সুপারহিট দ্বিতীয় ইনিংস।
জেনে নিন অনিয়মিত পিরিয়ড রুখতে কোন কোন যোগাসন করবেন
বাবার অনুপস্থিতির সুযোগে গায়েব লক্ষাধিক টাকা
ইডি-সিবিআইয়ের ডাক ছাড়াই ৫০ বছর পর , অনেক সুন্দর জীবন কাটাচ্ছি , দাবি শ্রীলেখার
প্রত্যেকেরই জীবনের গল্প থাকে , হয়ত তারা সেগুলি প্রকাশ্যে বলেন না , আমি বলছি , যাতে সেটা থেকে কেউ শিখতে পারেন , দাবি অভিনেত্রীর
টি আর পির দশম স্থানে এক্কা দোক্কা
সলমন খানের কলকাতার শো স্থগিত হয়ে গেলও বাতিল হয়নি , দাবি অর্গানাইজারদের
ডাক্তার হতে চেয়ে পরীক্ষায় ফেল , সিদ্ধান্ত বদল করে বলিউডে ১৬ বছর বয়সে পা রেখেছিলেন কঙ্গনা
গায়ক মাইলি সাইরাসের সঙ্গে অবন্তিকা মালিকের ইনস্টা স্টোরি ঘিরে তীব্র জল্পনা
পয়সাওয়ালা হতে হবে আর আমি স্ট্রাগলার চাই না , সোজা দাবি শ্রীলেখার
বর্তমানে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের গেস্ট লেকচারার পদে কর্মরত দেবলীনা
বৃহস্পতিবার রাতে এশার নামাজের পর শুরু হবে প্রথম রমজানের তারাবি
কৌশিক গঙ্গোপাধ্যায়ের একটা সিনেমা, তা করতে গিয়েছি , প্রযোজক প্রোমোটারি করে, না অন্য কিছু বিক্রি করে তা জানি না , দাবি ঋত্বিকের
বিমানবন্দরের নিরাপত্তার ক্ষেত্রে কেউ সেলিব্রিটি নয় , করণ কে সোজা জবাব কর্তৃপক্ষের
মাত্র ৩০ বছর বয়সে প্রয়াত জেহান থমাস
পঞ্চায়েত দফতরে চাকরির সূত্রেই ২০১৮ সালে অয়নের সঙ্গে পরিচয় , দাবি শ্বেতার