নিজস্ব প্রতিনিধি , শ্রীনগর - চার বছর পর শাহরুখ খানের স্ক্রিনে ফেরা পুরোপুরি সফল।অন্তত ‘পাঠান’ ছবির প্রাথমিক কালেকশন সে কথাই বলছে। গত ২৫ শে জানুয়ারি অর্থাৎ বুধবার সকাল থেকেই ‘পাঠন’ ঘিরে সাজোসাজো রব ছিল দেশের উত্তর থেকে দক্ষিণ পশ্চিম থেকে পূর্ব সমগ্র রাজ্যের সিনেমা হলগুলিতে। মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গল স্ক্রিন, সবর্ত্রই উন্মাদনা চোখে পরেছে। কলকাতা,দিল্লি, মুম্বইয়ের মতো মেট্রো সিটির পাশাপাশি শহরতলি, মফঃস্বলের সিঙ্গল স্ক্রিনেও রমরমিয়ে চলছে ‘পাঠান’।সেই সঙ্গে ভারতের একেবারে উত্তর প্রান্ত অর্থাৎ কাশ্মীরে এক অন্য চিত্র ধরা পরলো পাঠানকে ঘিরে ।
৩২ বছর পর প্রায় ইতিহাসের সাক্ষী হল কাশ্মীর শ্রীনগরের সোনওয়ার এলাকায় কাশ্মীরের প্রথম মাল্টিপ্লেক্সের উদ্বোধন হয়। জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা উদ্বোধন করেন ওই প্রেক্ষাগৃহের। তিন দশক পর সিনেমা হল খুলল কাশ্মীরে। তাতেই রমরমিয়ে চলছে পাঠান। দিনে প্রায় ১২-১৪ টি শো হাউসফুল। এক কথায় উপত্যকায় এখন শুধুই শাহরুখ ম্যাজিক।
আইনক্সের মালিক বিজয় ধর যে পরিসংখ্যান দিয়েছেন তাতে বুধবার ও বৃহস্পতিবার মিলিয়ে ১৪টি শো প্রর্দশিত হয়েছে। ছবি মুক্তির দিন নাকি হলে জায়গা ছিল না। আসনসংখ্যা ছাড়িয়ে গিয়েছে দর্শকদের ভিড়।বৃহস্পতিবার প্রায় ৫টা শো-ই হাউসফুল।
তার কথায়, ‘‘প্রথম বার শাহরুখ খানের ছবি কাশ্মীরে, এও এক অভূতপূর্ব সাফল্য।’’প্রথম দিন দেশ ও বিদেশ মিলিয়ে ছবিটি ১০৬ কোটি টাকার ব্যবসা করেছিল। দ্বিতীয় দিনে সেই নিরিখে ছবির ব্যবসার পরিমাণ দাঁড়িয়েছে ১১৩ কোটি ৬০ লক্ষ টাকা। অর্থাৎ প্রথম দু’দিনে ‘পাঠান’ সারা বিশ্বে ২১৯ কোটি ৬০ লক্ষ টাকার ব্যবসা করেছে। সপ্তাহান্তে এই সংখ্যা কোথায় দাঁড়ায় সেটাই দেখার।
জেনে নিন অনিয়মিত পিরিয়ড রুখতে কোন কোন যোগাসন করবেন
বাবার অনুপস্থিতির সুযোগে গায়েব লক্ষাধিক টাকা
ইডি-সিবিআইয়ের ডাক ছাড়াই ৫০ বছর পর , অনেক সুন্দর জীবন কাটাচ্ছি , দাবি শ্রীলেখার
প্রত্যেকেরই জীবনের গল্প থাকে , হয়ত তারা সেগুলি প্রকাশ্যে বলেন না , আমি বলছি , যাতে সেটা থেকে কেউ শিখতে পারেন , দাবি অভিনেত্রীর
টি আর পির দশম স্থানে এক্কা দোক্কা
সলমন খানের কলকাতার শো স্থগিত হয়ে গেলও বাতিল হয়নি , দাবি অর্গানাইজারদের
ডাক্তার হতে চেয়ে পরীক্ষায় ফেল , সিদ্ধান্ত বদল করে বলিউডে ১৬ বছর বয়সে পা রেখেছিলেন কঙ্গনা
গায়ক মাইলি সাইরাসের সঙ্গে অবন্তিকা মালিকের ইনস্টা স্টোরি ঘিরে তীব্র জল্পনা
পয়সাওয়ালা হতে হবে আর আমি স্ট্রাগলার চাই না , সোজা দাবি শ্রীলেখার
বর্তমানে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের গেস্ট লেকচারার পদে কর্মরত দেবলীনা
বৃহস্পতিবার রাতে এশার নামাজের পর শুরু হবে প্রথম রমজানের তারাবি
কৌশিক গঙ্গোপাধ্যায়ের একটা সিনেমা, তা করতে গিয়েছি , প্রযোজক প্রোমোটারি করে, না অন্য কিছু বিক্রি করে তা জানি না , দাবি ঋত্বিকের
বিমানবন্দরের নিরাপত্তার ক্ষেত্রে কেউ সেলিব্রিটি নয় , করণ কে সোজা জবাব কর্তৃপক্ষের
মাত্র ৩০ বছর বয়সে প্রয়াত জেহান থমাস
পঞ্চায়েত দফতরে চাকরির সূত্রেই ২০১৮ সালে অয়নের সঙ্গে পরিচয় , দাবি শ্বেতার