নিজস্ব প্রতিনিধি , দার্জিলিং - বর্তমানে উত্তরবঙ্গ সফরে ব্যস্ত রয়েছেন রাজ্যপাল।গতকাল প্রাকৃতিক দুর্যোগের আবহয়ে শেষ মুহুর্তে কোচবিহার যেতে পারেননি রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেকরনে তিনি শিলিগুড়িতেই রাত কাটান।সেই সুযোগে আজ বৃহস্পতিবার সকালে শিলিগুড়ির সার্কিট হাউসে পাহাড়ের একাধিক দলের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন রাজ্যপাল। সেই বৈঠকে তৃণমূল ও তার সহযোগী দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন বিরোধীরা। একইসঙ্গে ভোটের ফলপ্রকাশের ৬ সপ্তাহ পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার দাবিও জানিয়েছেন তারা। যদিও এই সাক্ষাৎকে কটাক্ষ করছে তৃণমূল।
সূত্রের খবর , এদিন সকালে শিলিগুড়ির সার্কিট হাউসে ‘সর্বদলীয় বৈঠক’ সারেন তিনি। এদিন বিজেপি সাংসদ রাজু বিস্তার নেতৃত্বে পাহাড়ের ইউনাইটেড ফোরামের সদস্যরা সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করেন। উপস্থিত ছিলেন নীরজ জিম্বা, প্রতাপ খাতিরা। তবে ছিলেন না বিমল গুরুং কিংবা অজয় এডওয়ার্ডরা। তবে তাদের দলের প্রতিনিধিরা অবশ্য হাজির ছিলেন। বেশ কিছুক্ষণ তারা রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন।
এদিন বৈঠক শেষে সাংবাদিক রাজ্যপাল বলেন, “রাজ্যে শান্তিপূর্ণ নির্বাচন করানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এরপরেও বেশকিছু জায়গায় সন্ত্রাসের রাজনীতি, খুনের রাজনীতি চলছে। এদিন বৈঠক শেষে সাংবাদিক রাজ্যপাল বলেন, “রাজ্যে শান্তিপূর্ণ নির্বাচন করানোর নির্দেশ দিয়েছে হাই কোর্ট। এরপরেও বেশকিছু জায়গায় সন্ত্রাসের রাজনীতি, খুনের রাজনীতি চলছে। রাজু বিস্তা অভিযোগ করেছেন পাহাড়ে না কি তাদের প্রার্থীদের প্রচার করতে দেওয়া হচ্ছে না। অনেককে মনোনয়ন জমা পর্যন্ত করতে দেওয়া হয়নি। তারা আমাকে একটি অডিও শুনিয়েছে। যেখানে স্থানীয় এক নেতাকে বিরোধী প্রার্থীদের হুমকি দিতে শোনা গিয়েছে।"
এরপর আনন্দ বোসের কড়া বার্তা, “এসব মেনে নেওয়া যায় না। কোনওরকম হিংসা বরদাস্ত করা হবে না। আমি গ্রাউন্ড জিরো রাজ্যপাল। নিজের সন্তুষ্টির জন্য বিভিন্ন জায়গায় গিয়েছি। আক্রান্তের সঙ্গে কথা বলেছি। গণতন্ত্রের পাহারাদারের হাতে গণতন্ত্রের মৃত্যুঘণ্টা না বাজে। আমার দায়িত্ব হাইকোর্টের নির্দেশ মেনে শান্তিপূর্ণ নির্বাচন করানোর। মানুষ যাতে নিজের গনতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে তাই নিশ্চিত করা। সেটাই আমি করব।"
এদিন সাংসদ রাজু বিস্তা নির্বাচনের ৬ সপ্তাহ পর পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার আরজি জানান। সেই আবেদন গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন রাজ্যপাল। এ প্রসঙ্গে তিনি বলেন, “রাজুরা আবেদন করেছে নির্বাচন শেষ হলেই যাতে কেন্দ্রীয় বাহিনী সরানো না হয়। ওরা নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে। বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে।”
এদিকে এই বৈঠককে কটাক্ষ করে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার মুখপাত্র শক্তিপ্রসাদ শর্মা বলেন, “জোটে জট প্রথম থেকেই লেগে গিয়েছে। তাই নিজেদের ব্যর্থতা ঢাকতে রাজু বিস্তা এসব বলছেন রাজ্যপালকে। পাহাড়ে সন্ত্রাস হলে পুলিশে অভিযোগ দায়ের করা হয়নি কেন? পাহাড়ে নির্বাচন সবসময় উৎসবের রূপ নেয়। ওরা ইতিমধ্যে প্রচুর আসনে হেরে দিশেহারা। তাই রাজ্যপালকে এসব বলে সহানুভূতি আদায় করতে চাইছে।”
দুর্ঘটনার জেরে উত্তাল গোটা স্টেশন চত্বর , এখনো নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
সপ্তম দিনের শেষে ভারত রয়েছে চতুর্থ স্থানে
ইস্টবেঙ্গল – ২
হায়দরাবাদ এফসি – ১
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
সুতীর্থা ও ঐহিকাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
এইমস কল্যাণীতে বিভিন্ন পদে ১৩৭ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে শিক্ষানবিশ পদে ২৪৬ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
ESIC-তে প্যারামেডিক্যাল স্টাফ পদে ১০৩৮ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
অ্যাথলেটিক্সের দ্বিতীয় দিনে জয়জয়কার ভারতীয়দের
ঘটনার পর আপাতত বন্ধ রাখা হয়েছে টয় ট্রেন চলাচল
ভারত - ১০
পাকিস্তান - ২
হাসপাতালে ভর্তি হবার পর কারোর যেন মৃত্যু না ঘটে , ডেঙ্গু নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর