এশিয়ান গেমস, ১০ হাজার মিটার রেসে রুপো ও ব্রোঞ্জ ভারতের ঝুলিতে

সেপ্টেম্বর ৩০, ২০২৩ রাত ০৯:১২ IST
651841bb70210_WhatsApp Image 2023-09-30 at 21.11.34_35bd5557

নিজস্ব প্রতিনিধি, হানঝাউ - ১৯তম এশিয়ান গেমসে অ্যাথলেটিক্সের প্রথম দিনেই ভারতকে ব্রোঞ্জ এনে দিয়েছিলেন কিরণ বালিয়া। ৭২ বছরের খরা কাটিয়ে শটপাটে পদক জেতেন তিনি। অ্যাথলেটিক্সের দ্বিতীয় দিনে ১০ হাজার মিটার রেসে রুপো ও ব্রোঞ্জ এল ভারতের ঝুলিতে।

পুরুষদের ১০ হাজার মিটার রেসে রুপো জিতেছেন ভারতের কার্তিক কুমার। তিনি সময় নেন ২৮:১৫.৩৮ সেকেন্ড। এই ইভেন্টেই ব্রোঞ্জ জেতেন গুলবীর সিং। ২৮:১৭.২১ সেকেন্ড সময় নেন তিনি। সোনা জিতেছেন বাহারিনের বিরহানু ইয়েমাতাও বালেউ। তিনি শেষ করেন ২৮:১৩.৬২ সেকেন্ডে।

ভিডিয়ো

Kitchen accessories online