নিজস্ব প্রতিনিধি, হানঝাউ - ১৯তম এশিয়ান গেমসে হকিতে বিজয়রথ অব্যাহত হরমনপ্রীতদের। উজবেকিস্তান, সিঙ্গাপুর, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জাপানের পর এবার আটবারের চ্যাম্পিয়ন পাকিস্তানের বিরুদ্ধে গোলের বন্যা ভারতের। চিরশত্রু পাকিস্তানের বিরুদ্ধে ১০-২ ব্যবধানে জয় পেয়েছেন ললিত উপাধ্যায়, অভিষেকরা।
প্রথম কোয়ার্টারে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত। গোল করেন মনদীপ সিং, জোড়া গোল হরমনপ্রীত। প্রথম কোয়ার্টারের একেবারে শেষ মুহূর্তে ললিত উপাধ্যায় দলের হয়ে চতুর্থ গোলটি করেন। দ্বিতীয় কোয়ার্টারে হাড্ডাহাড্ডি লড়াই হয়। তৃতীয় কোয়ার্টারে দলের হয়ে পঞ্চম গোল করলেন অধিনায়ক হরমনপ্রীত সিং। হ্যাটট্রিক করে ফেললেন তিনি।
ভারতের হয়ে সমশের, বরুণ একটি করে গোল করেন। পাকিস্তান মাত্র ২ টি গোল করেছে। স্কোরলাইন ১০-২। গ্রুপ পর্বে শীর্ষে থেকে সেমিফাইনালে গেল ভারতের পুরুষ হকি দল।