এশিয়ান গেমস, জাকার্তার অ্যাকশন রিপ্লে হানঝাউতে, শটপাটে সোনা জয় ভারতের তাজিন্দরের

অক্টোবর ০১, ২০২৩ বিকাল ০৭:২৬ IST
65197a70a0cec_WhatsApp Image 2023-10-01 at 19.25.47_55bf7da5

নিজস্ব প্রতিনিধি, হানঝাউ – ১৯তম এশিয়ান গেমসে জয়জয়কার ভারতীয়দের। জাকার্তার অ্যাকশন রিপ্লে দেখা গেল হানঝাউতে। শটপাটে সোনা জিতলেন ভারতের তাজিন্দর পাল সিং। এই নিয়ে চলতি এশিয়ান গেমস থেকে ভারতের ঝুলিতে ১৩তম সোনা এসে গেল।  

প্রথম ও দ্বিতীয় প্রচেষ্টা বাতিল হয়ে যায় তাজিন্দরের। তৃতীয় থ্রোতে ১৯.২১ মিটার ছোড়েন তিনি। চতুর্থ থ্রো আরও ভালো করেন তাজিন্দর। ২০.০৬ মিটার থ্রো করেন তিনি। পঞ্চম থ্রো বাতিল হয়ে যায়। ষষ্ট থ্রোতে ২০.৩৬ মিটার ছোড়েন তাজিন্দর। এর সুবাদে সোনার পদক পেলেন তিনি।

ভিডিয়ো

Kitchen accessories online