নিজস্ব প্রতিনিধি, হানঝাউ – ১৯তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতীয়দের দাপট অব্যাহত। আবারও শুটিংয়ে সাফল্য এল ভারতের। মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তলে রুপো জিতলেন এষা সিং, পলক গুলিয়া এবং দিব্যা টিএস। তাদের এই রুপোলী মুহূর্তে গর্বিত ১৪০ কোটি ভারতবাসী।
মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তল টিম ইভেন্টে এষা সিং ৫৭৯ স্কোর, পলক গুলিয়া ৫৭৭ স্কোর এবং দিব্যা টিএস ৫৭৫ স্কোর করেন। ভারতীয় ত্রয়ীর মোট স্কোর ১৭৩১। একটুর জন্য সোনা হাতছাড়া হয়েছে তাদের। রুপো জিতে সন্তুষ্ট থাকতে হল এষা-পলক-দিব্যাকে। সোনা জিতেছে চীন। ব্রোঞ্জ পেয়েছে চাইনিজ তাইপে।