নিজস্ব প্রতিনিধি, হানঝাউ – চলতি ১৯তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতীয়দের দাপট অব্যাহত। মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তলের দলগত বিভাগে রুপো জিতেছে ভারত। এবার মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত ইভেন্টে পদকের রং বদলে দিলেন ১৭ বছরের পলক গুলিয়া। সোনা জিতলেন তিনি। পাশাপাশি রুপো জিতেছেন এষা সিং।
মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত ইভেন্ট থেকে ভারতকে সোনা এনে দিয়েছেন পলক গুলিয়া। এই বিভাগ থেকেই রুপোর পদক গলায় ঝোলান এষা সিং। পলক গুলিয়া ও এষা সিংদের সুবাদে আবারও বিশ্বের দরবারে ভারতের মুখ উজ্জ্বল হল। পাশাপাশি ব্রোঞ্জ পেয়েছেন পাকিস্তানের কিসমালা তলতের।