এশিয়ান গেমস, পুরুষদের ৫০ মিটার রাইফেল ৩পি বিভাগে সোনা জয় স্বপ্নিল-ঐশ্বর্য-অখিলদের

সেপ্টেম্বর ২৯, ২০২৩ দুপুর ১১:৫৮ IST
65166e57979fc_WhatsApp Image 2023-09-29 at 11.17.25_58c41b4e

নিজস্ব প্রতিনিধি, হানঝাউ – ১৯তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতীয়দের বিজয়রথ অব্যাহত। পুরুষদের ৫০ মিটার রাইফেল ৩পি বিভাগে সোনা জিতলেন ঐশ্বরিপ্রতাপ তোমর, স্বপ্নিল কুশলে এবং অখিল শেওরান। এই নিয়ে চলতি এশিয়ান গেমসে শুধুমাত্র শুটিং থেকেই ৫ টি সোনা এল ভারতের ঝুলিতে। সব মিলিয়ে এখনও পর্যন্ত ৭ টি সোনা এসেছে ভারতে।

ঐশ্বরিপ্রতাপ তোমর, স্বপ্নিল কুশলে এবং অখিল শেওরান ১৭৬৯ পয়েন্ট তুলে সোনার পদক গলায় ঝোলালেন। পাশাপাশি তারা গড়েছেন বিশ্বরেকর্ডও। এত দিন বিশ্বরেকর্ড ছিল আমেরিকার দখলে। ১৭৬১ পয়েন্ট ছিল আমেরিকার। এদিন রুপো জিতেছে চীন। অর্জিত পয়েন্ট ১৭৬৩। সুতরাং, আমেরিকার বিশ্বরেকর্ড ভেঙে দিল ভারত ও চীন। এছাড়া ব্রোঞ্জ জিতেছে দক্ষিণ কোরিয়া।

ভিডিয়ো

Kitchen accessories online