নিজস্ব প্রতিনিধি, হানঝাউ – ১৯তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতীয়দের বিজয়রথ অব্যাহত। পুরুষদের ৫০ মিটার রাইফেল ৩পি বিভাগে সোনা জিতলেন ঐশ্বরিপ্রতাপ তোমর, স্বপ্নিল কুশলে এবং অখিল শেওরান। এই নিয়ে চলতি এশিয়ান গেমসে শুধুমাত্র শুটিং থেকেই ৫ টি সোনা এল ভারতের ঝুলিতে। সব মিলিয়ে এখনও পর্যন্ত ৭ টি সোনা এসেছে ভারতে।
ঐশ্বরিপ্রতাপ তোমর, স্বপ্নিল কুশলে এবং অখিল শেওরান ১৭৬৯ পয়েন্ট তুলে সোনার পদক গলায় ঝোলালেন। পাশাপাশি তারা গড়েছেন বিশ্বরেকর্ডও। এত দিন বিশ্বরেকর্ড ছিল আমেরিকার দখলে। ১৭৬১ পয়েন্ট ছিল আমেরিকার। এদিন রুপো জিতেছে চীন। অর্জিত পয়েন্ট ১৭৬৩। সুতরাং, আমেরিকার বিশ্বরেকর্ড ভেঙে দিল ভারত ও চীন। এছাড়া ব্রোঞ্জ জিতেছে দক্ষিণ কোরিয়া।