নিজস্ব প্রতিনিধি, হানঝাউ – ১৯তম এশিয়ান গেমসে জয়জয়কার ভারতীয়দের। স্কোয়াশে হংকংকে ৩-০ ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ জিতল ভারতীয় মহিলা দল। ভারতীয় দলে ছিলেন জোৎস্না চিনপ্পা, আনাহাত সিং, তানভি খান্না। এর আগে ২০১৮ সালে এশিয়ান গেমসে স্কোয়াশ থেকে ব্রোঞ্জ এসেছিল ভারতের দখলে। এছাড়া ২০১০ সালে ব্রোঞ্জ, ২০১৪ সালে রুপো পেয়েছিল ভারত।