নিজস্ব প্রতিনিধি, হানঝাউ – ১৯তম এশিয়ান গেমসে টেনিসের ডাবলসে আগেই ছিটকে গিয়েছিলেন ভারতের রোহন বোপান্না-য়ুকি ভামব্রি। যাদের উপর প্রত্যাশা ছিল সবচেয়ে বেশি। তবে টেনিসের ডাবলসে ভারতের ঝুলি একেবারেই খালি থাকল না। রুপো জিতলেন ভারতের রামকুমার রামানাথন ও সাকেত মেইনানি জুটি।
শুক্রবার টেনিসের ডাবলসের ফাইনালে রামকুমার রামানাথন ও সাকেত মেইনানির প্রতিপক্ষ ছিলেন চাইনিজ তাইপের জুটি জেসন জাং-ইউ হাসিও হুসু। আনফোর্সড এরর প্রচুর করেছে ভারতীয় জুটি। চাইনিজ তাইপের জুটির সামনে দাঁড়াতেই পারছিলেন না রামকুমার-সাকেত। ম্যাচ হেরে রুপো জিতে সন্তুষ্ট থাকল ভারতীয় জুটি। ম্যাচের শেষে ফলাফল ৪-৬, ৪-৬।