এশিয়ান গেমস, ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ইতিহাস অবিনাশ সাবলের, স্টিপলচেজ ইভেন্টে সোনা জয় ভারতীয় অ্যাথলিটের

অক্টোবর ০১, ২০২৩ বিকাল ০৬:৪০ IST
65196f9803d61_WhatsApp Image 2023-10-01 at 18.39.30_7048d401

নিজস্ব প্রতিনিধি, হানঝাউ – ১৯তম এশিয়ান গেমসে জয়জয়কার ভারতীয়দের। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ইতিহাস গড়লেন ভারতের অবিনাশ সাবলে। ৩০০০ মিটার স্টিপলচেজে সোনা জিতেছেন তিনি। এই নিয়ে চলতি এশিয়ান গেমস থেকে ভারতের ঝুলিতে ১২তম সোনা এসে গেল।

৩০০০ মিটার স্টিপলচেজে ৮:১৯.৫৩ সেকেন্ডে শেষ করেন অবিনাশ সাবলে। এর সুবাদে সোনা জেতেন তিনি। পাশাপাশি এশিয়ান গেমসে রেকর্ড গড়েন অবিনাশ সাবলে।

ভিডিয়ো

Kitchen accessories online