নিজস্ব প্রতিনিধি, হানঝাউ – ১৯তম এশিয়ান গেমসে জয়জয়কার ভারতীয়দের। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ইতিহাস গড়লেন ভারতের অবিনাশ সাবলে। ৩০০০ মিটার স্টিপলচেজে সোনা জিতেছেন তিনি। এই নিয়ে চলতি এশিয়ান গেমস থেকে ভারতের ঝুলিতে ১২তম সোনা এসে গেল।
৩০০০ মিটার স্টিপলচেজে ৮:১৯.৫৩ সেকেন্ডে শেষ করেন অবিনাশ সাবলে। এর সুবাদে সোনা জেতেন তিনি। পাশাপাশি এশিয়ান গেমসে রেকর্ড গড়েন অবিনাশ সাবলে।