এশিয়ান গেমস, উসুতে রুপো জয় ভারতের

সেপ্টেম্বর ২৮, ২০২৩ দুপুর ১০:২৫ IST
65150705a6a8c_WhatsApp Image 2023-09-28 at 10.24.04

নিজস্ব প্রতিনিধি, হানঝাউ – বৃহস্পতিবার সাত সকালে বিশ্বের দরবারে ভারতের মুখ উজ্জ্বল করলেন মণিপুরের উসু প্লেয়ার রোশিবিনা দেবী। সোনালী স্বপ্নের দৌড়ে নেমে ছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত রুপোলী স্বপ্ন পূরণ করলেন রোশিবিনা দেবী। তার সাফল্যে আনন্দে আত্মহারা ১৪০ কোটি ভারতবাসী।

মহিলাদের ৬০ কেজি বিভাগে উসুতে সান্দায় অংশগ্রহণ করেছিলেন রোশিবিনা দেবী। তার প্রতিপক্ষ ছিলেন গত বারের চ্যাম্পিয়ন চীনের জিয়াওয়ি উ-ই। প্রথম দু রাউন্ডের বাউটে দাপট ছিল চীনা প্রতিপক্ষের। হাজার চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারেননি রোশিবিনা দেবী। বিচারকের সিদ্ধান্তে চ্যাম্পিয়ন হন জিয়াওয়ি উ-ই।

রুপো জিতলেন রোশিবিনা দেবী। সোনার পদক গলায় ঝোলালেন চীনের জিয়াওয়ি উ-ই। উল্লেখ্য, ২০১৮ সালে জাকার্তা এশিয়ান গেমসে মহিলাদের ৬০ কেজি বিভাগে উসুতে সান্দায় ব্রোঞ্জ পেয়েছিলেন রোশিবিনা দেবী।

ভিডিয়ো

Kitchen accessories online