নিজস্ব প্রতিনিধি, হানঝাউ – ১৯তম এশিয়ান গেমসের টেবিল টেনিসে হতাশ করেছিলেন ভারতের মণিকা বাত্রারা। তবে টেবিল টেনিসের সেমিফাইনালে উঠে ইতিহাস গড়লেন বাংলার দুই মেয়ে সুতীর্থা মুখোপাধ্যায় ও ঐহিকা মুখোপাধ্যায়। কার্যত পদক নিশ্চিত করে ফেলেছেন তারা।
সুতীর্থা মুখোপাধ্যায় ও ঐহিকা মুখোপাধ্যায়ের প্রতিপক্ষ ছিলেন বিশ্ব ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে থাকা চিনের চেন মেং-ওয়াং ইদি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয়ের হাসি হাসেন সুতীর্থা ও ঐহিকা। ম্যাচের শেষে ফলাফল ১১-৫, ১১-৫, ৫-১১, ১১-৯। সুতীর্থা ও ঐহিকাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা বার্তায় লেখেন, ‘সুতীর্থা ও ঐহিকার এই জয় বাংলা ও ভারতের জন্য খুবই গর্বের। দুই বঙ্গ কন্যা সুতীর্থা মুখোপাধ্যায় ও ঐহিকা মুখোপাধ্যায়কে আন্তরিক শুভেচ্ছা জানাই। বিশ্বদরবারে বাংলার মুখ উজ্জ্বল করার জন্য তোমাদের জন্য গর্বিত। এভাবেই এগিয়ে যাও। ফাইনালের জন্য আগাম শুভেচ্ছা রইল’।