এশিয়ান গেমসে অশ্বমেধের ঘোড়া ভারতের পুরুষ হকি দল, সেমিফাইনাল নিশ্চিত হরমনপ্রীতদের

সেপ্টেম্বর ২৮, ২০২৩ রাত ১০:০৯ IST
6515ab6957a95_WhatsApp Image 2023-09-28 at 22.05.42_80ea4b06

নিজস্ব প্রতিনিধি, হানঝাউ – ১৯তম এশিয়ান গেমসে অশ্বমেধের ঘোড়া ছোটাচ্ছেন ভারতের পুরুষ হকি দল। বৃহস্পতিবার গতবারের চ্যাম্পিয়ন জাপানকে ৪-২ ব্যবধানে হারিয়ে কার্যত সেমিফাইনাল নিশ্চিত করে ফেললেন হরমনপ্রীতরা। তিন ম্যাচে ৩৬ গোল হয়ে গেল ভারতের। যে ভাবে হরমনপ্রীতের দল খেলছে, সেই বিচারে বলাই চলে এবারে এশিয়ান গেমসে হকি থেকে সোনা আসছে ভারতের ঝুলিতে।

প্রথম কোয়ার্টারের শেষের দিকে গোল করেন অভিষেক। দ্বিতীয় কোয়ার্টারে মনদীপ সিং গোল করে আরও ব্যবধান বাড়ান। এরপর ভারতকে পেনাল্টি কর্নার থেকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন অমিত রোহিদাস। তৃতীয় কোয়ার্টারের শেষে ৩-০ ব্যবধানে এগিয়ে থাকে ভারত। চতুর্থ কোয়ার্টারে নিজের দ্বিতীয় এবং দলের হয়ে চতুর্থ গোলটি করেন অভিষেক। জাপানের হয়ে দুটি গোল করেন মিতানি এবং কাতো। স্কোরলাইন ৪-২।

ভিডিয়ো

Kitchen accessories online