এশিয়ান গেমস আপডেট - মহিলাদের পর ভারতের ঝুলিতে সোনা আনলো পুরুষ ক্রিকেট দলও

অক্টোবর ০৭, ২০২৩ দুপুর ০৪:৪৮ IST
652136bca7cf2_Asian_Games_2023_LIVE_1696670731308_1696670731569

নিজস্ব প্রতিনিধি , দিল্লি - ফের ভারতের ঝুলিতে সোনা।মেয়েদের পর এবার ছেলেদের ক্রিকেটেও সোনার পদক জিতল ভারত। এদিন ফাইনালে আফগানিস্তানকে হারিয়ে সোনা আনে ভারত। এদিন ১৯ তম এশিয়ান গেমসে ১০২ তম পদক জেতে ভারতের পুরুষ ক্রিকেট দল।

শনিবার বৃষ্টির জন্য ভারত বনাম আফগানিস্তান ম্যাচ মাঝপথে বন্ধ হয়ে যায়। এরপর শেষ পর্যন্ত র‍্যাঙ্কিংয়ের বিচারে সোনা জেতে ভারত। এদিন টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারত। ফলে প্রথমে ব্যাট করতে নামবে আফগানিস্তান। 

তবে ভারতের ঝোড়ো বলে প্রথম থেকেই খুব একটা মাথা তুলে দাঁড়াতে পারেনি আফগানিস্তান। ১৮.২ ওভারে আফগানিস্তান ১১২/৫ রান করে। এরপর বৃষ্টির কারণে খেলা বন্ধ করা হয়। শেষমেশ র‍্যাঙ্কিংয়ের বিচারে সোনা জেতে ভারত।

ভিডিয়ো

Kitchen accessories online