নিজস্ব প্রতিনিধি , দিল্লি - শনিবারেই এশিয়ান গেমসে ১০০ টি পদক পার করেছে ভারত। তার সঙ্গে আরও একটা যোগ হল। পুরুষদের ক্রিকেট দলের পর এবার কবাডি দলও সোনা আনল ভারতের ঝুলিতে। তবে এই যুদ্ধ সহজ ছিল। কিছুটা নাটকীয় মোড় নিয়ে এদিন সোনা পদক জিততে হয়েছে ভারত। তবে 'শেষ ভালো যার সব ভালো তার' বাণী নিয়ে খুশিতে আপ্লুত ভারত।
সূত্রের খবর , এদিন ইরানের সঙ্গে ভারতের কবাডি খেলা নিয়মমতোই শুরু হয়। তবে শেষ পর্যন্ত শান্তি বিঘ্নিত হয় ম্যাচের দ্বিতীয়ার্ধের সময় রেফারির ভুল সিদ্ধান্তের কারনে। সমস্যা শুরু হয় যখন ভারতের কাবাডি দলের অধিনায়ক পবন শেরাওয়াত পুট আউট হন ও ইরান পয়েন্ট পায়। কারন পবন দাবি করেন ইরানের প্লেয়ার তাকে ছুঁতেই পারেনি। তাই পয়েন্টও পাবার কথা নয়।
আর এর পরেই খেলা থেমে যায়। রিভিউ টাইমে পবন চার পয়েন্ট দাবি করেন। কারন তার মতে চারজন ইরানের প্লেয়ারকে স্পর্শ করেন তিনি। আর ইরান এক পয়েন্ট দাবি করে। এরপর সিদ্ধান্ত নেওয়া হয় দুই দলকেই এক পয়েন্ট করে দেওয়া হবে। তবে পরক্ষনেই সিদ্ধান্ত বদলে ভারতকে চার পয়েন্ট দেওয়া হয়। আর তা মেনে নিতে পারেনি ইরানের প্লেয়াররা। তর্কাতর্কি শুরু হয় দুই পক্ষের মধ্যে।
এরপর সিদ্ধান্ত নেওয়া হয় দুই দলকে এক পয়েন্ট করে দেওয়া হবে। দেওয়ায়ও হয় পয়েন্ট। এরফলে দুই দলের মধ্যে টাই হয় ২৯ পয়েন্ট নিয়ে। এর পর আবার রুখে দাঁড়ায় ভারত। তাদের দাবি আন্তর্জাতিক খেলায় এই নিয়ম বদলানো উচিত নয়। ম্যাচ থেমে যায়। শুরু হয় ফের মিটিং। এরপর এশিয়ান গেমসের কবাডির উর্ধ্বতন কর্তৃপক্ষের তরফে ঘোষণা করা হয় ভারতকে দেওয়া হবে চার পয়েন্ট। আর তাতেই জয়ের মুকুট লাভ করে ভারত।