নিজস্ব প্রতিনিধি , দিল্লি - ফের ভারতের সেঞ্চুরি। শনিবার সকালেই কবাডিতে সোনার পদক জেতার হাত ধরে এশিয়ান গেমসে ১০০ পদক ঘরে আনল ভারত। তবে ১০০ পদক যে ঘরে আসতে চলেছে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল ভারত। ৯১ টি পদক জেতার সঙ্গে সঙ্গে ৮ টি পদক নিশ্চিত করে করে ভারতের অ্যাথলিটরা। আর ঘরে ১০০ পদক আসতেই শুভেচ্ছা বার্তা জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার এক্স হ্যান্ডেল থেকে লেখেন, "এশিয়ান গেমসে এটা ভারতের একটি স্মরনীয় ঘটনা। ভারত ১০০ টি পদক জিতেছে। সব খেলোয়াড়দের আন্তরিক অভিনন্দন জানাই। তাঁদের অক্লান্ত পরিশ্রমই ভারতকে এই ঐতিহাসিক মাইল ফলকে পৌঁছতে সাহায্য করেছে।" এই পোস্টেই মোদি জানান, "অ্যাথলিটদের সঙ্গে দেখা করার জন্য আমি উন্মুখ। আগামী ১০ অক্টোবর বিজয়ী অ্যাথলিটদের সঙ্গে সাক্ষাৎ হবে।"
প্রসঙ্গত , এখনও পর্যন্ত এশিয়ান গেমসে ভারতে এসেছে মোট ২৫টি সোনা, ৩৫টি রুপো ও ৪০টি ব্রোঞ্জ পদক। এদিন মহিলা কাবাডি দল দেশের জন্য ১০০তম পদকটি জিততে সাহায্য করেছে। তবে এটা প্রথম বার নয়। এর আগেও ২০১০ সালে দিল্লিতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে ১০১টি পদক জিতেছিল ভারত। তবে সেই রেকর্ড ভারত এবার এশিয়ান গেমসে ভাঙতে চলেছে বলে মনে করা হচ্ছে।
এই ফুটবল প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন হয় অর্ণব অন্বেষা সম্প্রীতি একাদশ।
শিশির মঞ্চে বিভাব নাট্য একাডেমি মঞ্চস্থ করলো তাদের দুটি নতুন নাটক ' জীবনের এক রূপকথা' ও ' দিনান্তে।