এশিয়ান গেমসে ভারতের ঝুলিতে এলো ১০৭ টি পদক , দেশের মুখ উজ্জ্বল করলো অ্যাথলিটরা

অক্টোবর ০৮, ২০২৩ রাত ০৯:৫৩ IST

নিজস্ব প্রতিনিধি , দিল্লি - শেষ হলো এশিয়ান গেমস। শনিবার ছিল এশিয়ান গেমসের ১৪ তম দিন। সকালেই ১০০ এর গন্ডি পার করে‌ ফেলে ভারতীয় অ্যাথলিটরা। পরে তা বেড়ে দাঁড়ায় ১০৭ টা। শেষতম দিনে এশিয়াড থেকে মোট ১২টি পদক এসেছে। তার মধ্যে রয়েছে ৬টি সোনা, ৪টি রুপো ও ২টি ব্রোঞ্জ। সবমিলিয়ে ভারতীয় অ্যাথলিটরা হানঝাউ থেকে দেশে আনছেন ১০৭ পদক।

এবারের ১০৭ টি পদক নিয়ে রীতিমত রেকর্ড গড়েছে ভারত। যার মধ্যে রয়েছে ২৮টি সোনা। ৩৮টি রুপো এবং ৪১টি ব্রোঞ্জ। পদক তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ভারত। প্রথম স্থানে রয়েছে চিন। তাদের সংগ্রহ ৩৮৩টি পদক। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান। তাদের মোট পদক সংখ্যা ১৮৮। তৃতীয় স্থানে ১৯০টি পদক নিয়ে রয়েছে কোরিয়া।

এবারে প্রথম থেকেই দুর্দান্ত খেলেছেন ভারতীয় অ্যাথলিটরা। আর তার মাধ্যমেই ইতিহাস গড়েছে ভারত। শুটিংয়েই ভারত ৮ টি সোনা পেয়েছে। তিরন্দাজি ও অ্যাথলেটিক্সে সোনা এসেছে ৬টি করে। রিলে রেস, স্টিপলচেজেও সোনা জিতেছে ভারত। এমন কী ট্র্যাক অ্যান্ড ফিল্ডেও এসেছে সোনা। এখানেই শেষ নয়। কবাডি ও ক্রিকেটও এসেছে‌ জোড়া সোনা।টেনিস, ব্যাডমিন্টন, স্কোয়াশের মতো ইভেন্টেও সোনা জিতেছে ভারত।

ভিডিয়ো

Kitchen accessories online