নিজস্ব প্রতিনিধি , কলকাতা - খারিজ জামিনের আবেদন, ফের জেল হেফাজত নিয়োগ দুর্নীতিকান্ডে ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়। আগামী ৫ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। শুক্রবার দুপুরে ইডির বিশেষ আদালতে তোলা হয় শান্তনুকে। শুক্রবার ইডির তদন্তকারীরা আদালতে দাবি করেন, নিয়োগ দুর্নীতিকান্ডে আলাদা র্যাকেট চালাতেন শান্তনু ।কুন্তলকে ছাড়াই নিজে চাকরি বিক্রির নামে টাকা তুলতেন শান্তনু, দাবি ইডি-র। এসম্পর্কে তথ্যও মিলেছে বলে দাবি করেছেন তদন্তকারীরা।
শান্তনু বন্দ্যোপাধ্যায়কে এদিন আদালতে পেশ করা হলে ইডির তরফে একের এক এক চাঞ্চল্যকর দাবি করা হয়। কেন্দ্রীয় সংস্থার আইনজীবী জানান,নিয়োগ দুর্নীতি কান্ডে আলাদা র্যাকেট চালাতেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। কুন্তলকে ছাড়াই নিজে চাকরি বিক্রির নামে টাকা তুলতেন শান্তনু, দাবি ইডি-র। এই সংক্রান্ত তথ্য মিলেছে বলে দাবি ইডির। আজ সিডির মাধ্যমে সেই সকল তথ্য আদালতে জানানো হবে বলে জানা গিয়েছে। পাশাপাশি জানা গিয়েছে, মোট ৩০০ জন চাকরি প্রার্থীর নামের তালিকা পাওয়া গিয়েছে শান্তনুর কাছে।
এরপর এদিন শান্তনু বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী আদালতে তার মক্কেলের জন্য জামিনের আবেদন জানান। বলেন, ‘ আমার মক্কেলের কিডনির সমস্যা রয়েছে। আজ যেহেতু জেল হেফাজতে পাঠানোর আবেদন করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, তাই জেলে যেন পর্যাপ্ত চিকিত্সার ব্যবস্থা করা হয়।’
অন্যদিকে ইডির আইনজীবী এদিন আদালতে জানিয়েছেন, ‘আমরা আগে বলেছিলাম অয়ন সোনার খনি। অয়ন শীলের বাড়ি রেড হয়। সেটার পর থেকে এখন আর এডুকেশন স্ক্যামে সীমাবদ্ধ নেই। এখন এর সঙ্গে জুড়েছে পুরসভার নিয়োগ দুর্নীতি। এখন বলা যায় সেই খনির পরিধি অনন্ত বা অসীম। প্রত্যেক শীতকালের পর শুষ্ক বসন্ত, তীব্র গ্রীষ্ম, বর্ষা আসে। তারপর রামধনু দেখা যায়। আমরা বলতে চাই একটু অপেক্ষা করুন। আমরা প্রায় পৌঁছে গিয়েছি।দুর্নীতিতে পার্থ যেন শিক্ষক, আর শান্তনু ছাত্র। পার্থর কায়দায় দুর্নীতি করেছে। এও দামি কোম্পানি বানিয়েছিল। টাকা ঘুরিয়েছিল।আমরা বসন্তের শেষে পৌঁছে গিয়েছি। রামধনু দেখতে পাচ্ছি।'
গুজরাত টাইটান্স – ২১৪/৪ (২০)
চেন্নাই সুপার কিংস – ১৭১/৫ (১৫) (ডিএলএস পদ্ধতি)
এই স্থানে পড়ে ছিল দেবী সতীর স্তনযুগল
১৫ ওভারে জয়ের জন্য ১৭১ রান দরকার চেন্নাইয়ের
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
বাইরন শুভেন্দু নয় , অভিষেকের ঘনিষ্ঠ , তা তৃণমূল প্রমান করে দিয়ে গেল , তোপ সুকান্তর
নিজেদের শৃঙ্গার করতে বানিয়ে নিতে পারেন এই গয়না
অর্ডন্যান্স ফ্যাক্টরি চান্দা ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার পদে ২৫০ জন লোক নিয়োগ করছে
৩ বল খেলে ৪ রান তোলেন চেন্নাইয়ের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়
এই স্ক্রাব ফেরাবে ত্বকের উজ্জ্বলতা
দেখুন কেনো বিখ্যাত আজকের দিনটি
এই কেক খেতে যেমন সুস্বাদু তেমনই লোভনীয়
ঘরোয়া টোটকায় আমলকী করতে পারে অনেক রোগের নিরাময়
ফের রুপোর দাম অপরিবর্তিত
ফের সোনার দাম অপরিবর্তিত
সকলের সামনে প্রেমিকাকে কুপিয়ে খুন করে পালিয়ে যায় প্রেমিক