ভোটের পরেও হিংসার জেরে উত্তপ্ত বাঁকড়া

এপ্রিল ১২, ২০২১ দুপুর ০৩:৩০ IST
60740bb7b9a98_IMG-20210412-WA0040

নিজস্ব প্রতিনিধি, হাওড়া - ডোমজুড় বিধানসভা কেন্দ্রে ভোট পরবর্তী হিংসা অব্যহত। ১০ এপ্রিল ভোটদান পর্ব মেটার পর সেই রাতেই বাঁকড়ার বরফকল এলাকায় বিজেপির এজেন্টদের বাড়ি ভাঙচুর করা হয়। অভিযোগ উঠেছিল তৃণমূল আশ্রিত দুস্কৃতীদের বিরুদ্ধে।

সূত্রের খবর, রবিবার রাতেও সেই বাঁকড়া অঞ্চলে ফের হামলা চালায় তৃণমূল দুস্কৃতীরা। বাঁকড়ার রাজীব পল্লিতে বাড়ি বাড়ি ঢুকে দুস্কৃতীরা হামলা চালায়। লাঠি, বাঁশ, লোহার রড, ধারালো অস্ত্র নিয়ে শয়ে শয়ে দুস্কৃতী এই হামলা চালায় বলে অভিযোগ আক্রান্তদের। 

জানা গেছে, হামলা করে কারোর মাথা ফাটিয়ে দেওয়া হয়, কারোর হাত ভাঙে, কারোর আঙুল থেঁতলে দেওয়া হয়। রক্তাক্ত ও গুরুতর জখম অবস্থায় তারা বন্দি হয়ে পড়েন দুস্কৃতীদের হাতে।

এই ঘটনার খবর পেয়ে রাতেই ডোমজুড় থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও সেখানে পৌঁছান বলে জানা গেছে। তারপর পুলিশ আহতদেরকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যায় হাওড়া হাসপাতালে। রাতেই ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানা গেছে।

ভিডিয়ো

Kitchen accessories online